SSC Scam: তারিখ পে তারিখ, সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছিল SSC শুনানি, আপত্তি জানালেন বিকাশ

কথায় আছে তারিখ পে তারিখ। তারিখ পে তারিখ। আর এসএসসি মামলার ক্ষেত্রেও খানিকটা একই কথা খাটে। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে যাচ্ছিল স্কুল সার্ভিস সংক্রান্ত মামলার শুনানি। বিচারপতিরা জানিয়েছিলেন আগামী ২৯ নভেম্বর শুনানি করা হোক। সেক্ষেত্রে পরের শুনানির তারিখ হয়ে যাচ্ছিল পুজোর পরে। তবে এনিয়ে আপত্তি জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। মামলা যেন পিছিয়ে না যায় সেব্যাপারে অনুরোধ করেন বিকাশ ভট্টাচার্য। তবে এরপর সুপ্রিম কোর্ট অবশ্য নতুন তারিখ ঘোষণা করেছে।

আইনজীবী বিকাশ ভট্টাচার্যের আপত্তি শোনার পরে বিচারপতিরা জানিয়ে দেন এই মামলা শুনানি হবে।

এদিকে আগেই এই শুনানি পিছিয়ে গিয়েছিল। তারপর ফের এদিন শুনানি। তবে এরপর যাতে পরবর্তী শুনানি পিছিয়ে না যায় সেব্যাপারে অনুরোধ করেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তাতে অবশ্য় কার্যত সম্মতি জানান বিচারপতিরা। বলা হয়েছে আগামী ১১ অক্টোবর ফের এসএসসি মামলার শুনানি হবে।

এদিকে গত ২৮ সেপ্টেম্বরের শুনানির দিনেও পরবর্তী শুনানি কিছুটা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছিলেন আইনজীবী পিএস পাটওয়ালিয়া। তবে এদিনও সেই আবেদনের ক্ষেত্রে আপত্তি জানান আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তবে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কুণাল চট্টোপাধ্য়ায় অবশ্য় জানান, যেকোনও দিন শুনানির জন্য আমরা তৈরি রয়েছি।

মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণিতে স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্ট চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। তবে সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শুনানিতে বিকাশ ভট্টাচার্য। এদিকে সব মিলিয়ে এসএসসি সংক্রান্ত মামলার ক্ষেত্রে মোট ১২টি আবেদন জমা পড়েছে। সব মামলার আলাদা করে শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।