এশিয়াডে ইতিহাস, নিশ্চিত ১০০ পদক, ভারতকে রুখতে পারবে না কেউ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়ান গেমসে (Asian Games 2023) কি ভারতের এবার ১০০ পদক আসবে? এই প্রশ্নটাই ভারতের আপামর ক্রীড়াপ্রেমী মানুষদের মনে বারবার ঘুরেছে, তবে প্রশ্নটি অতীত হয়ে গেল। হাংঝাউতে ভারতের পদকের সেঞ্চুরি নিশ্চিত হয়ে গেল। এমনকী সংখ্যাটা একশোও ছাপিয়ে যেতে পারে। হ্য়াঁ, ঠিকই পড়েছেন। কুস্তিতে সোনম মালিক ব্রোঞ্জ জয়ের সঙ্গেই ভারতের ১০০ পদক নিশ্চিত হয়ে যায়। ভারতের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৯১টি পদক (২১ সোনা, ৩৩ রুপো ও ৩৮টি ব্রোঞ্জ)। আরও ৯টি পদক নিশ্চিত হয়ে গেছে। তবে সেগুলি সোনা-রুপো না ব্রোঞ্জের হবে, তা সময় বলেব। তবে ১০০ হবেই। এশিয়াডের ইতিহাসে ভারতের সেরা পারফরম্য়ান্স ছিল জাকার্তায়। ২০১৮ সালে ভারতের ঝুলিতে এসেছিল ৭০ পদক। সেই সংখ্যা বহু আগে ভেঙেই ভারত নতুন রেকর্ড লিখে ফেলেছিল। দেখে নিন ভারতের নিশ্চিত নয় পদক কোন কোন ইভেন্ট থেকে আসতে পারে:

আরও পড়ুন: Asian Games 2023: ‘সোনালি’ ফাইনালে হচ্ছে না ভারত-পাক! শেষ ল্যাপে যুদ্ববিধ্বস্ত ক্রিকেটীয় দেশ

কমপাউন্ড আর্চারি (৩): অভিষেক বর্মা পুরুষদের তীরন্দাজির ফাইনালে ওজাস প্রবীণ দেওতালের মুখোমুখি হবেন শনিবার। ফলে এখানে দুই ভারতীয় লড়বেন। ফলে সোনা-রুপো ভাগাভাগি হয়ে দেশেই আসবে। জ্যোতি সুরেখা বর্মা মহিলাদের তীরন্দাজির ফাইনালে অংশ নেবেন। সেখান থেকে তিনি হয় সোনা নয় রুপো জিতেই ফিরবেন।

কবাডি (২): কবাডির ফাইনালে ভারতের পুরুষ ও মহিলা দল চলে গিয়েছে। ফলে এখান থেকে জোড়া পদক নিশ্চিত।
 
ব্রিজ (১): ভারতের পুরুষ দল ব্রিজ ফাইনালে উঠেছে। এখান থেকেও হয় সোনা নয় রুপো নিশ্চিত।

পুরুষদের হকি (১): জাপানের বিরুদ্ধে এশিয়াডে হকি ফাইনাল খেলবে ভারত। এখানেও পদক নিশ্চিত। 
 
ব্যাডমিন্টন (১):
সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির শক্তিশালী জুটির থেকেও পদক নিশ্চিত। ন্যূনতম ব্রোঞ্জ আসবেই।

পুরুষদের ক্রিকেট (১): এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিমধ্যেই সোনা জিতে নিয়েছে। এবার ভারতীয় পুরুষ দলের সামনে সেই সুবর্ণ সুযোগ। হরমনপ্রীত কউর অ্যান্ড কোংয়ের পর, এবার সোনার পদক গলায় ঝোলানোর দোরগোড়ায় রুতুরাজ গায়কোয়াড়রা। আগামিকাল অর্থাৎ শনিবার সকাল সাড়ে এগারোটায় এশিয়াড ফাইনালে খেলবে টিম ইন্ডিয়া। আফগানিস্তানকে হারালেই  সোনা চলে আসবে দেশের।

আরও পড়ুন: World Cup 2023: এই চার দলই সেমিতে! দেখতে পাচ্ছেন ‘ক্রিকেট ঈশ্বর’, করলেন বিরাট ভবিষ্যদ্বাণী

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)