শনিবার কলকাতায় সাংবাদিক বৈঠক করতে পারেন সাধ্বী নিরঞ্জন, ধর্নার চাপে! দাবি অভিষেকের

দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শাসকদলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেননি মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। কলকাতায় এসে শনিবার তিনি সাংবাদিক বৈঠক করতে পারেন। বিজেপির তরফে শনিবার একটি জরুরি সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। দুপুর একটা সেই সংবাদিক বৈঠক হবে সেক্টর ফাইভে। বিজেপি সূত্রে খবর, সেই সাংবাদিক বৈঠকে থাকতে পারেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।

এদিন ধর্না মঞ্চ থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সাংবাদিক বৈঠকে প্রসঙ্গ তোলেন। তিনি বলেন,’আমি শুনলাম কাল একটি জরুরি সাংবাদিক বৈঠক করবে বিজেপি। সেই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। দিল্লিতে তো কুকুর-ছাগলের মতো গলাধাক্কা দিয়ে বার করে দিলেন। সেই তো বাংলা আসতে হল।’

বিজেপি সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ তিনি কলকাতা আসতে পারেন। তার পর তিনি কথা বলতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের মঙ্গলবার দিল্লির কৃষিভবনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদ-মন্ত্রীরা। তাঁরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, একশ দিনের কাজ করে টাকা না নাও পাওয়া বাংলার শ্রমিকদের কয়েক লক্ষ চিঠি। কৃষিভবনে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও তাঁদের সঙ্গে দেখা করেননি কেন্দ্রীয় মন্ত্রী। অভিযোগ, দফতর থেকে পিছনে দরজা দিয়ে চলে যান তিনি। অথচ তার আগে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন।

(পড়তে পারেন। রাজভবনে দেখা করতে হবে, TMC প্রতিনিধি দল দার্জিলিংয়ে অভিষেকের বার্তা জানাবে বোসকে) 

এদিন ধর্না মঞ্চ থেকে অভিষেক কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমাদের ইমেল করে মন্ত্রী জানান তিনি পাঁচটার ফ্লাইটে ফিরবেন। তারপর তিনি আমাদের সঙ্গে দেখা করবেন। কিন্তু চারটের সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন।’

কেন তিনি তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেননি সাধ্বী নিরঞ্জন তার ব্যাখ্যা এর আগে তিনি দিল্লিতে দিয়েছেন। মন্ত্রী বলেন, ‘আমি জানতাম, তৃণমূলের মন্ত্রী-সাংসদরা আমার সঙ্গে সন্ধে ছটার সময় দেখা করতে আসবেন। সে জন্য তাঁরা সময় নিয়েছেন। পরে জানি সাধারণ জনতাকে নিয়ে ওঁরা দেখা করবেন। যা দফররের নিয়ম বিরুদ্ধ।’

শনিবার ধর্না মঞ্চে থেকে এর পাল্টা জবাব দিয়ে অভিষেক বলেন,’যাঁদের ভোটে জিতে আপনি সাংসদ-মন্ত্রী হলেন তাঁরাই আপনার সঙ্গে দেখা করতে পারবে না।’

তবে কি অভিষেকের ধর্না আন্দোলনের চাপে কলকাতায় এসে সাংবাদিক বৈঠক করেছেন সাধ্বী নিরঞ্জন? সেই প্রশ্নই জোরালো হচ্ছে।