Asian Games HS Prannoy Ends India’s 41-year Wait, Signs Off Asian Games 2023 With Historic Bronze

হাংঝাউ : মাঝে ৪১ বছর। ১৯৮২ সালের পর ২০২৩ এশিয়ান গেমস। দীর্ঘ সময়ের ব্যবধানে এশিয়ান গেমসের মঞ্চে ভারতের শাপমোচন। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে ফের এক পদক তালিকায় নাম তুলল ভারত। এইচএস প্রণয়ের (HS Prannoy) দুরন্ত পারফরম্যান্সে তৈরি হল যে নজির। ১৯৮২-র এশিয়াডের ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সৈয়দ মোদি।

১৯তম এশিয়ান গেমসের (Asian Games) শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন ৩১ বছরের প্রণয়। যদিও সেমিফাইনালের মঞ্চে হোঁচট খেতে হয়েছে ভারতীয় শাটলারকে। শীর্ষ বাছাই চিনের লি শি ফেংয়ের কাছে স্ট্রেট সেটে শেষ চারের ম্যাচে হেরে গিয়েছিলেন এইচএস প্রণয়। যার জেরে থমকে যায় সোনার স্বপ্ন। সেমিফাইনালে হারের জেরে ব্রোঞ্জ পদক নিতেই সন্তুষ্ঠ থাকতে হচ্ছে তাঁকে। বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে লড়াই করলেও দাপট দেখিয়ে ২১-১৬, ২১-৯ ব্যবধানে প্রণয়কে হারান লি। পিঠের ব্যথায় মাঝে ভুগে পুরুষদের টিম ইভেন্টে নামতে পারেননি প্রণয়। সেই ধাক্কা যে পুরোপুরি কাটেনি, সেটার জের খানিক এদিন পড়েছে তাঁর পারফরম্যান্সে। 

প্রসঙ্গত, চলতি ১৯ তম এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে প্রণয়ের ব্রোঞ্জজয়ের সুবাদে এখনও পর্যন্ত মোট ৩ টি পদক এসেছে ভারতের ঝুলিতে। পুরুষদের ডাবলসের সেমিফাইনালে পৌঁছে পদকপ্রাপ্তি পাকা করেছেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি। এক্ষেত্রেও ৪১ বছরের শাপমোচন ঘটেছে। ১৯৮২-র এশিয়াডে লেরয় ডে’সা ও প্রদীপ গান্ধের জুটি দেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছিল। আর এবারের এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ভারতের পুরুষ দল ইতিমধ্যে জিতেছে রুপো। ফাইনালে প্রবল লড়াই করলেও চিনের কাছে ২-৩ ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। পিঠের ব্যথায় ভোগার জেরে গত রবিবার যে প্রতিযোগিতায় নামতে পারেননি প্রণয়।                                                                                                                              

আরও পড়ুন- ঐতিহাসিক ‘সেঞ্চুরি’ ভারতের, এশিয়ান গেমসে ১০০ পদক-প্রাপ্তি নিশ্চিত করলেন অ্যাথলিটরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial