Durga Puja Kolkata Metro timing: দুর্গাপুজোর প্রতিদিন কখন প্রথম মেট্রো মিলবে? শেষ ট্রেন কখন? দেখুন টাইমটেবিল

দুর্গাপুজো প্রায় এসে গিয়েছে। আর দিন হোক বা রাত- কলকাতা ও শহরতলিতে ঠাকুর দেখার ক্ষেত্রে আমজনতার বড় ভরসা মেট্রো। বিশেষত যাঁরা শহরতলিতে থাকেন, তাঁদের ক্ষেত্রে মেট্রোর গুরুত্ব তো আরও বেশি। সেজন্য প্রতিবারের মতো এবারও পুজোর সময় মধ্যরাত পেরিয়ে ভোর পর্যন্ত চালানো হবে মেট্রো। পঞ্চমী (১৯ অক্টোবর) থেকে ত্রয়োদশী (২৭ অক্টোবর) পর্যন্ত কখন মেট্রো পরিষেবা শুরু হবে, শেষ মেট্রো কখন মিলবে, দেখে নিন পুরো টাইমটেবিল।

দুর্গাপুজোর পঞ্চমী ও ষষ্ঠীতে মেট্রো চলাচলের সূচি

আর পাঁচটা কর্মদিবসে যেমন সকাল থেকে মেট্রো চলাচল করে, সেরকমভাবেই পঞ্চমী এবং ষষ্ঠীতে মেট্রো পরিষেবা শুরু হবে। রাতে বেশিক্ষণ চলবে মেট্রো। দিনে ২৮৮টি মেট্রো চলবে (১৪৪টি আপ এবং ১৪৪টি ডাউন)। সকাল ৬ টা ৫০ মিনিট থেকে পরিষেবা শুরু হবে। মধ্যরাত পর্যন্ত মেট্রো চলবে। ব্যস্ত সময় পাঁচ অথবা ছয় মিনিটের ব্যবধানে মেট্রো মিলবে।

প্রথম মেট্রো কখন চলবে?

১) দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫০ মিনিট। 

২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫০ মিনিট। 

৩) দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫৫ মিনিট। 

৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা।

শেষ মেট্রো কখন চলবে?

১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৩৮ মিনিট।

২) দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট।

৩) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৪০ মিনিট। 

৪) কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট।

দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী ও নবমীতে মেট্রো চলাচলের সূচি

সপ্তমী, অষ্টমী ও নবমীতে বেলা ১২ টা ৫৫ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে। চলবে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত। ব্যস্ত সময় প্রতি ছয় বা সাত মিনিটে মেট্রো পাওয়া যাবে। মোট মেট্রো পরিষেবার সংখ্যা ২৪৮ (১২৪টি আপ এবং ১২৪টি ডাউন)।

প্রথম মেট্রো কখন চলবে?

১) দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: বেলা ১২ টা ৫৫ মিনিট।

২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: দুপুর ১টা।

৩) দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: দুপুর ১টা।

৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: দুপুর ১টা।

৫) মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: দুপুর ১টা।

৬) গীতাঞ্জলি থেকে দমদমগামী প্রথম মেট্রো: দুপুর ১টা।

৭) শ্যামবাজার থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: দুপুর ১টা।

আরও পড়ুন: WBTDCL Durga Parikrama 2023: ঠাকুর দেখাবে পর্যটন দফতর, রাতভর পুজো দেখুন কলকাতায়, ‘সনাতনীর’ আলাদা প্যাকেজ, খরচ কেমন?

শেষ মেট্রো কখন চলবে?

১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৩ টে ৪৮ মিনিট।

২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ৩ টে ৪৮ মিনিট।

৩) দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: ভোর ৪টে।

৪) কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: ভোর ৪টে।

দুর্গাপুজোর দশমীতে মেট্রো চলাচলের সূচি

বিজয়া দশমীতে ১৩২টি মেট্রো চলবে – ৬৬টি ডাউন এবং ৬৬টি আপ। ব্যস্ত সময় সাত মিনিট ছাড়া মেট্রো মিলবে।

প্রথম মেট্রো কখন চলবে?

১) দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: দুপুর ১টা।

২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: দুপুর ১টা।

৩) দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: দুপুর ১টা।

৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: দুপুর ১টা।

শেষ মেট্রো কখন চলবে?

১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪৮ মিনিট।

২) দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা।

৩) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৫০ মিনিট। 

৪) কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ১০ টা।

একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত মেট্রো চলাচলের সময়সূচি

যেমন অন্যান্য কর্মদিবসে মেট্রো পরিষেবা মেলে, সেরকম সময় দুর্গাপুজোর একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে এবং শেষ হবে। তবে মেট্রোর সংখ্যা কম হতে চলেছে। মোট ২৩৪টি মেট্রো চলবে (১১৭টি আপ এবং ১১৭টি ডাউন)।

প্রথম মেট্রো কখন চলবে?

১) দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫০ মিনিট। 

২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫০ মিনিট। 

৩) দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫৫ মিনিট। 

৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা।

শেষ মেট্রো কখন চলবে?

১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ২৮ মিনিট। 

২) দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট। 

৩) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৩০ মিনিট। 

৪) কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট।

আরও পড়ুন: Monsoon 2023: দেবীপক্ষের ঠিক আগেই রাজ্য থেকে বিদায় নেবে মৌসুমী বায়ু, কেমন থাকবে পুজোর আবহাওয়া?