Indian Hockey Team | Asian Games 2023: হকিতে ভারতের ‘সোনালি’ দিন, এশিয়া সেরা হতেই চলে এল অলিম্পিক্স টিকিট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৬৬, ১৯৯৮ ও ২০১৪ সালের পর ফের ২০২৩। এশিয়াডে (Asian Games 2023) এই নিয়ে চারবার ভারতীয় হকি দল (Indian Hockey Team) জিতল সোনা। শুক্রবার ভারত ৫-১ গোলে জাপানকে হারিয়ে আসন্ন প্যারিস অলিম্পিক্সের (Olympics 2024) টিকিট নিশ্চিত করে ফেলল। এদিন জোড়া গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। একটি করে গোল এল মনপ্রীত সিং, অমিত রুইদাস এবং অভিষেকের স্টিক থেকে।

গ্রুপ পর্বে ভারত ৪-২ গোলে জাপানকে হারিয়েছিল। তবে সেই ম্যাচের জাপানের থেকে এই জাপানের খেলা ছিল অনেকই আলাদা। তবুও জাপানের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে হরমনপ্রীতরা কিস্তিমাত করে দেন। এদিন ম্যাচের প্রথম কোয়ার্টার কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে ভারতকে এগিয়ে দেন মনপ্রীত। ২৫ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দেন তিনি। তৃতীয় কোয়ার্টারে ভারত স্কোরলাইন ৩-০ করে ফেলে। ৩২ মিনিটে হরমনপ্রীত ও ৩৬ মিনিটে অমিত গোল করেন। এরপর চতুর্থ কোয়ার্টারে ভারত দু’টি ও জাপান একটি গোল করে।

আরও পড়ুন: Asian Games 2023: এশিয়াডে ইতিহাস, নিশ্চিত ১০০ পদক, ভারতকে রুখতে পারবে না কেউ

দেখতে দেখতে ভারতের ঝুলিতে চলে এল ২২টি সোনা। পদকের সংখ্যা দাঁড়াল ৯২-তে। রয়েছে ৩৩ রুপো ও ৩৮টি ব্রোঞ্জ।  কুস্তিতে সোনম মালিক ব্রোঞ্জ জয়ের সঙ্গেই ভারতের ১০০ পদক নিশ্চিত হয়ে যায়। এশিয়াডের ইতিহাসে ভারতের সেরা পারফরম্য়ান্স ছিল জাকার্তায়। ২০১৮ সালে ভারতের ঝুলিতে এসেছিল ৭০ পদক। সেই সংখ্যা বহু আগে ভেঙেই ভারত নতুন রেকর্ড লিখে ফেলেছিল। কমপাউন্ড আর্চারি, কবাডি, ব্রিজ, ব্য়াডমিন্টন ও পুরুষদের হকি থেকে ভারতের এখনও পদক পাওয়া বাকি রয়েছে। ১০০ থেকে আর আট পদক দূরে ভারত। লেখা হবে নতুন ইতিহাস। গত এশিয়াডে ৫৭০ জনের দল পাঠিয়েছিল ভারত। ২০১৮ জাকার্তা এশিয়াডে এসেছিল ৭০টি পদক। হাংঝাউতে ৬৫৫ সদস্যের টিম পাঠিয়েছে ভারত। এত বড় দল এর আগে কখনও পাঠায়নি ভারত। তারই ফল মিলছে।

আরও পড়ুন: Asian Games 2023: এশিয়াডে ইতিহাস, নিশ্চিত ১০০ পদক, ভারতকে রুখতে পারবে না কেউ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)