ভিসানীতিতে বেশি আতঙ্কের ছাপ আ. লীগ সভানেত্রীর চেহারায়: মির্জা ফখরুল

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিকভাবে আপনার সময় হয়ে গেছে, দয়া করে মানে মানে কেটে পড়েন। তা নাহলে জনগণ আপনাকে ক্ষমা করবে না। জনগণ আপনাকে টেনে নামাবে। তিনি বলেন, ‘ভিসানীতিতে সবচেয়ে বেশি আতঙ্কের ছাপ দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চেহারায়।’

শনিবার (৭ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে চাকরি জাতীয়করণের দাবিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

‘বাংলাদেশের নির্বাচন নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন’— প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জেরে মির্জা ফখরুল বলেন, ‘‘আবার বলে ওদের মাথা ব্যথা কেন? ওরা মানে আমেরিকার, পশ্চিমা বিশ্ব। ওদের মাথা ব্যথা— কারণ ওরা গণতন্ত্রে বিশ্বাস করে। আমেরিকার বর্তমান বাইডেন প্রশাসন প্রকাশ্যে বলে, ‘আমরা সেই দেশগুলোর সঙ্গে কাজ করবো, তাদের সাহায্য সহযোগিতা করতে চাই, তাদের উন্নয়ন সহযোগী হতে চাই, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে।’ ভিসানীতিতে সবচেয়ে বেশি আতঙ্কের ছাপ দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চেহারায়।’’

আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার এমন একটা পরিবেশ তৈরি করেছে, যেখানে শিক্ষার আর পরিবেশ নেই। অত্যন্ত পরিকল্পিতভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, শুধুমাত্র দলীয়ভুক্তদের। যোগ্যতা থাকুক আর না থাকুক।’

তিনি বলেন, ‘আজকে শিক্ষক হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়, তাদের দুটি শর্ত থাকতে হবে। একটি হচ্ছে, আওয়ামী লীগ ঘরানার হতে হবে। আরেকটা হচ্ছে, টাকা দিতে হবে। টাকা ছাড়া এখন শিক্ষক নিয়োগ হয়, আমার জানা নেই। পরিকল্পনা হচ্ছে, একটা নতজানু রাষ্ট্রে পরিণত করে রাখবে। যে প্রবন্ধগুলো, যে কথাগুলো আগে ক্লাস টু থ্রি ফোর ফাইভে থাকতো, সেসব বদলে দিয়েছে। আর শিক্ষা বিভাগে এমন মন্ত্রী দেওয়া হয় যে, মন্ত্রীদের লক্ষ্য একটাই— বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগে কখনও শুনিনি, ভাইস চ্যান্সেলর চুরি করে, শিক্ষামন্ত্রী চুরি করে। এখন বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্যে যে ভূমি অধিগ্রহণ করবে… চাঁদপুরের বিশ্ববিদ্যালয়ের জন্য, সেখানে চাঁদপুরের ডিসি অভিযোগ করলেন— শিক্ষামন্ত্রীর আত্মীয়রা ৩৬৫ কোটি টাকা লোপাট করে দিচ্ছে। কয়েকদিন আগে নদী কমিশনের চেয়ারম্যান সরকারি লোক তিনি বললেন, চাঁদপুরে শিক্ষামন্ত্রীর মদতে ও প্রশ্রয়ে ছয় হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলা হয়েছে। এবং এই হলো শিক্ষার হাল।’

সরকার অনেক জুডিশিয়াল মার্ডার করেছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দি অবস্থায় রেখেছে। সরকার মুফতি হান্নানসহ অনেক জুডিশিয়াল মার্ডার করেছে।’