Autumn 2023: বিদায় বর্ষা, শনিবার থেকে বঙ্গে শুরু হল শরতের আনুষ্ঠানিক অধিবাস

বর্ষণ বিভীষিকা পার করে শনিবার অনুষ্ঠানিকভাবে বঙ্গে শুরু হল শরতের অধিবাস। দুর্গাপুজোর শেষের কয়েকটা দিন গোনার মধ্যেই উৎসবের সাজে সাজল প্রকৃতি। আগেই সেজেছিল কাশবন, শিউলিতলা, সরোবর ভরেছিল পদ্মে। এবার তাদের ওপর ছড়িয়ে গেল পেঁজা মেঘে সামিয়ানা। শরৎ এল বঙ্গে।

পূর্বাভাস অনুসারে ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে মৌসুমী বায়ু। তার আগে শুক্রবার নিম্নচাপের প্রভাব কাটায় বায়ুমণ্ডলের উচ্চ স্তরে ঢুকতে শুরু করেছে পশ্চিমা শুষ্ক বাতাস। যার দাপটে ক্রমশ ঘরে ফিরতে শুরু করেছে বর্ষার মেঘ। এই প্রক্রিয়া চলতে থাকলে উত্তরবঙ্গের কিছু এলাকা বাদ দিয়ে শনিবার সন্ধ্যার মধ্যে রাজ্যের প্রায় সব জায়গায় দেখা যাবে ঝকঝকে আকাশ।

বৃষ্টিপাতের আশঙ্কা দূর হওয়ায় কিছুটা স্বস্তির শ্বাস ফেলেছেন উত্তরবঙ্গ ও পশ্চিমের জেলাগুলির প্লাবিত এলাকার মানুষজন। রোদ উঠলেই দ্রুত বন্যাপরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। যার ফলে পুজোর আগেই আবার ঘরে ফেরার আশায় বুক বাঁধছেন দুর্গত এলাকার মানুষজন। তবে ফসল ফিরে পাওয়ার আশা কম।

পূর্বাভাস অনুসারে আগামী কয়েকদিন রাজ্যবাসী ধীরে ধীরে ঘর্মাক্ত, অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি পাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কম। হলেও বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে সাময়িক বৃষ্টি হতে পারে।