Canada Plane Crash: কানাডায় ভেঙে পড়ল বিমান, মৃত্যু দুই ভারতীয় পাইলটের: Report

দুই ইঞ্জিন বিশিষ্ট হালকা বিমান ভেঙে কানাডার চিলিওয়াক ব্রিটিশ কলম্বিয়া এলাকায়। তাতে তিনজনের মৃত্যু হয়েছে। তার মধ্য়ে দুজন ভারতীয় শিক্ষানবীশ পাইলট ছিলেন। রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে।

ভ্যাঙ্কুবার থেকে প্রায় ২০০ কিমি পূর্বে এই জায়গা। প্লেনে যারা ছিলেন সকলেরই মৃত্যু হয়েছে। চিলিওয়াক এলাকায় এই দুর্ঘটনা হয়। দুজন ভারতীয় পাইলট যারা মারা গিয়েছেন তারা হলেন, অভয় গাদরু ও যশ বিজয় রামুগাড়ে। তারা মুম্বই থেকে কানাডাতে গিয়েছিলেন।

এয়ারপোর্টের কাছে একটা মোটেলের পেছনে বিমানটি ভেঙে পড়ে। রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ দুপুর ২টো নাগাদ জানতে পারে যে বিমানটা ভেঙে পড়েছে। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তবে কেন এই বিমানটা ভেঙে পড়ল তার কারণ জানা যায়নি। পাইপার পিএ-৩৪ সেনেকা বিমানটি কেন ভেঙে পড়ল সেটা খতিয়ে দেখা হচ্ছে।

রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, অন্য কোন কারোর আঘাত লাগেনি। পাবলিকের কিছু হয়নি।

সূত্রের খবর, ঘটনার কথা জানাজানি হতেই পাঁচটি অ্য়াম্বুল্যান্স ও একজন প্যারামেডিক সুপারভাইজার এই ঘটনার পরেই এলাকায় গিয়েছিলেন। হেইলি মরিস নামে এক প্রত্যক্ষদর্শী মহিলা বলেন, আমি দেখলাম একটা প্লেন নীচের দিকে নেমে আসছে। এরপর ছুটতে শুরু করি। দেখলাম রাস্তার ওপাশে যে জঙ্গল রয়েছে সেখানে গিয়ে ধাক্কা খেল প্লেনটি।