Disney Hotstar: ডিজনি হটস্টারের স্বত্ব বিক্রি বিশ্বকাপ চলতে চলতেই ? আদানি ছাড়া আর কে তালিকায়

ভারতের স্ট্রিমিং এবং টেলিভিশন ব্যবসা বিক্রি করে দিতে পারে ওয়াল্ট ডিজনি। তার জন্য সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে শুরু হয়েছে প্রাথমিক স্তরের আলোচনা। যাদের কাছে প্রথম প্রস্তাব যাচ্ছে, তাদের মধ্যে রয়েছে গৌতম আদানি ও কালনিথি মারান। বিষয়টির সঙ্গে পরিচিত বলেই তাঁরা অগ্রাধিকার পাচ্ছেন।

(আরও পড়ুন: সময়মত চিকিৎসার অভাবে ভারতে মৃত্যু হয় ক্যানসার আক্রান্ত ৬৭ শতাংশ মহিলার)

আমেরিকার বিনোদন দুনিয়ায় অন্যতম বিশাল এই সংস্থা উচ্চস্তরের আধিকারিকরা প্রাইভেট ইক্যুইটি ফান্ডের দিকটাও খতিয়ে দেখছেন। সংস্থার এই শেয়ার বিক্রির জন্য বিভিন্ন বিকল্পের খোঁজ চলছে। ভারতে চালু ব্যবসার অংশ হিসেবে খছলার সম্প্রচার বিক্রি করা হতে পারে। একইসঙ্গে চ্যানেল রাইটও বিক্রির পরিকল্পনা করছে সংস্থা। সূত্র মারফত খবর‌, ডিজনি হটস্টারের এই রাইটগুলির পাশাপাশি ইউনিট অনুযায়ী কিছু রাইটও বিক্রি করা হতে পারে‌।নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির কথায়, পুরো আলোচনাই এখন অবশ্য ব্যক্তিগত স্তরে রয়েছে। 

(আরও পড়ুন: জিভেরও রয়েছে ‘ষষ্ঠ’ ইন্দ্রিয়! কী সেটা? খোঁজ পেলেন বিজ্ঞানীরা)

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে ইতিমধ্যেই এই নিয়ে আলোচনা হয়েছে। সে খবর প্রকাশিত হয়েছিল ব্লুমবার্গ-এর একটি প্রতিবেদনে। আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট সম্প্রচারের স্বত্ব পেয়েছে ভায়াকম 18 মিডিয়া প্রাইভেট লিমিটেড। তার পর থেকেই ডিজনি নিজেদের সম্প্রচার স্বত্বসহ ব্যবসার কিছু শেয়ার বিক্রির কথা ভাবছে। প্রসঙ্গত, ভায়াকম হল রিলায়েন্স, প্যারামাউন্ট গ্লোবাল এবং উদয় শঙ্করের বিনিয়োগ সংস্থা বোধি ট্রি সিস্টেমের একটি যৌথ উদ্যোগ। জুলাই মাসে ব্লুমবার্গ তাদের একটি প্রতিবেদনে জানায়, ডিজনি ভারতে তার ব্যবসার জন্য কৌশলগত বিকল্প খুঁজছে। এই বিকল্পগুলির মধ্যে একটি সরাসরি স্বত্ব বিক্রি বা একটি যৌথ উদ্যোগ স্থাপন। 

আদানির পাশাপাশি কালনিথি মারানের সম্প্রচার সংস্থা সান টিভি নেটওয়ার্ক লিমিটেডের সঙ্গেও কথা বলছে ডিজনি। আলোচনা সফল হলে তারাও ভারতে এই ব্যবসার অংশীদার হতে পারে। অন্যদিকে আদানি গ্রুপ সম্প্রতি নিউ দিল্লি টেলিভিশন লিমিটেডের ব্যবসা শুরু করেছে। বিশেষজ্ঞদের কথায়,এটি অধিগ্রহণ করলে তার সেই ব্যবসা বাড়তে পারে। তবে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে । তাই কোনও চুক্তি নাও হতে পারে। ভারতে ডিজনির প্রতিনিধিরা এই নিয়ে মন্তব্য করতে রাজি হননি। সান টিভি নেটওয়ার্ক গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা এসএল নারায়ণন বলেছেন, গুজব  সম্পর্কে কোনও মন্তব্য করবেন না। একই কথা শোনা গিয়েছে আদানির এক মুখপাত্রের মুখেও।