Hamas attack on Israel: ‘এটা পুরো যুদ্ধ, তৈরি থাকুন’ ইজরায়েলে ৫০০ রকেট হানা হামাসের, ঢুকে পড়েছে জঙ্গিরা

ইজরায়েলের বিরুদ্ধে একেবারে বিধ্বংসী হামলা প্যালেস্তাইনের সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাসের। অন্তত ৫ হাজারের বেশি রকেট ছোঁড়া হয়েছে ইজরায়েলকে নিশানা করে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমরা যুদ্ধে নেমে পড়েছি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এটা আর অনুপ্রবেশ বলে ধরা হবে না। এটা যুদ্ধ। আমরা এর জবাব দেবই।

এদিকে বিভিন্ন সূত্রের খবর, কার্যত পরিকল্পিতভাবে হামাস এই হামলা চালিয়েছে। একেবারে মূল ভূখণ্ডে ঢুকে পড়ে হামসার সন্ত্রাসবাদীরা। রকেট হানার সঙ্গে তারাও এই হামলায় নেমে পড়েছে বলে খবর। এমনকী ইজরায়েলের মহিলা সেনাদের গাড়ি থেকে টেনে নামানোর ছবিও ধরা পড়েছে। ইজরায়েলের কিছু জায়গার দখল নেওয়ার চেষ্টা করছে হামাস। এমনটাও খবর মিলেছে।

ইজরায়েল এই যুদ্ধে নাম দিয়েছে অপারেশন আয়রন শোর্ডস। কার্যত পিছিয়ে থাকতে চাইছে না ইজরায়েলও। গাজা স্ট্রিপে হামাসের ডেরাতেও শুরু হয়েছে হামলা। ইজরায়েলের বায়ুসেনা একেবারে প্রবল পরাক্রমে ঝাঁপিয়ে পড়েছে।

সূত্রের খবর, মোটরবাইকে, গাড়িতে হামাস উগ্রপন্থীরা ইজরায়েলে ঢুকতে শুরু করেছে। সিভিলিয়ানদের লক্ষ্য করে তারা প্রকাশ্যে গুলি চালাচ্ছে। এমনকী কিছু ছবি সামনে এনেছে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী। সেখানে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া পেরিয়ে ঢুকে পড়ছে হামাসরা। হামাস কমান্ডার জানিয়েছে, ইজরায়েলের একাধিক শহরের উপর হামলা চালানো হয়েছে। হামাসের দাবি তারা ইজরায়েলের বহু সেনাকে ও সিভিলিয়ানকে আটক করেছে।

তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ইজরায়েলের নাগরিকরা শুনে রাখুন, এটা কোনও অপারেশন নয়, এটা যুদ্ধ। আমরা এতে জয়লাভ করবই। হামাসদের বড় মূল্য চোকাতে হবে।

ইজরায়েলে প্রতিরক্ষা ফোর্সের দাবি, হামাসরা অনুপ্রবেশ করেছে। একাধিক ছবিতে দেখা গিয়েছে রীতিমতো গোলাগুলি চলছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমে হামাসরা বড় ভুল করে ফেলল। প্রতিটি জায়গায় ইজরায়েলের সেনা যুদ্ধ করছে। এদিকে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে কূটনীতিবিদরা পরিবার সহ সুরক্ষিত থাকুন। সেফটি সেল্টারের কাছাকাছি থাকুন। ইজরায়েলের প্রতিরক্ষা ফোর্স যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে।