Abhishek Banerjee: ‘টাকা চেয়ে সুকান্তকে ফোন করুন’, নতুন কর্মসূচি অভিষেকের, নম্বর দিলেন রাজীব

ধর্নার তৃতীয় দিনে নতুন কর্মসূচি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করবেন ২০ লক্ষ মানুষ। যাঁরা ১০০ দিনের কাজের টাকা পাননি। তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে ধর্না মঞ্চে সুকান্ত মজুমদারের নম্বর প্রকাশ করে দিতে বলেন অভিষেক।

এদিন ধর্না মঞ্চে বক্তব্য রাখতে উঠে একটি অডিয়ো শোনান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যে অডিয়োতে বিজেপির রাজ্য সভাপতিকে বলতে শোনা যাচ্ছে, ‘২০০০ কোটি টাকা পড়ে আছে। সুকান্ত মজুমদার একটা ফোন করলে টাকা চলে আসবে।’ যদি ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। এর পর তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়কে বলেন সুকান্ত মজুমদার নম্বর প্রকাশ করে দিতে।

অভিষেক বলেন,’আমি রাজীব বন্দ্যোপাধ্যায়কে বলি আপনি তো বিজেপিতে গিয়েছিলেন আপনার কাছে নিশ্চয়ই সুকান্ত মজুমদারের নম্বর আছে। উত্তরে রাজীব বলেন, নম্বর আছে কিন্তু সেটা এখন ব্যবহার করেন কিনা জানানি। আমি বলি যেটা আছে সেটা প্রকাশ করে দিন। ২০ লক্ষ মানুষ যাদের টাকা আটকে রয়েছে, তাঁদের বলব, বিনীত ভাবে ফোন করে বলেন আমাদের দুবছর ধরে টাকাটা বন্ধ টাকা আনিয়ে দিনে। উনি যাতে প্রধানমন্ত্রীকে ফোন করে বলতে পারেন সেই ভাবে অনুরোধ করবেন। তাঁকে বলবেন, আপনি নিজেই তো বলেছেন ফোন করলে টাকা চলে আসবে। তাহলে ফোন করে আমাদের বকেয়া টাকা আনুন।’

(পড়তে পারেন। বঞ্চনা কোথায়? MNREGAয় UPA জমানার ৪ গুণ টাকা দিয়েছে মোদী সরকার: নিরঞ্জন জ্যোতি)

এর পর রাজীব বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপানার কাছে নম্বর থাকবে আমি জানি। আপনাকে তো বিমানে করে উড়িয়ে নিয়ে গিয়েছিল। রাজীবদা বলেন আমার কাছে দুটো নম্বর আছে। আমি বলেছি দুটো নম্বর জানিয়ে দিন।’

এর পর অভিষেক বলেন, ‘আপনার ফোন করুন। ফোনটা রেকর্ড করুন। তার পর সেটা ফেসবুকে দিন। মানুষ জানুক উনি কী বলছেন। উনি নিজে বলেছেন একটা ফোন করে টাকা চলে আসবে। উনি ফোন করে যদি টাকা এসে যায় তাহলে আমাদের আর ধর্নায় বসার প্রয়োজন নেই। আমরা ধর্না তুলে নেব। ‘

শনিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেছেন, রাজ্য সরকার চাইলে তিনি কলকাতাতেও বকেয়া টাকা নিয়ে বসতে রাজি। এ প্রসঙ্গে অভিষেক জানান, তাঁরাও বসতে রাজি, তবে বিজেপির পার্টি অফিসে নয়। ধর্না মঞ্চে অদূরে রাজভবনে মন্ত্রী যদি বসতে চান তবে তাঁরা বসতে পারেন।