Ind Vs Aus ODI World Cup 2023 Preview: India To Start Their Campaign Against Australia At MA Chidambaram Stadium In Chennai

চেন্নাই: এক দল এই মুহূর্তে ওয়ান ডে-তে বিশ্বের সেরা। আর এক দল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন।

রবিবার বিশ্বকাপে (ODI World Cup) একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে সেই ভারত ও অস্ট্রেলিয়া (Ind vs Aus)। এক অমোঘ প্রশ্ন নিয়ে যে ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন আপামর ক্রিকেটপ্রেমীরা।

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে কি গ্যালারি ভরবে? বিশ্বকাপের আঁচ কি এবার সত্যিই টের পাওয়া যাবে?

শনিবার রাত পর্যন্ত বিশ্বকাপে চারটি ম্যাচ হয়ে গিয়েছে। যার মধ্যে ইংল্যান্ড বনাম নিউজ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার মতো বড় দলের ম্যাচও হয়ে গিয়েছে। কিন্তু গ্যালারি ভরছে কই? মেরেকেটে হাজার পাঁচ-সাতেক লোক হচ্ছে প্রত্যেক ম্যাচে। যে ছবি দেখে প্রশ্ন উঠে গিয়েছে, ভারতের মতো ক্রিকেটপাগল দেশে এই দৃশ্য কি অশনি সংকেত? টি-টোয়েন্টি, টি-টেন ক্রিকেটের যুগে ওয়ান ডে ক্রিকেট কি তবে বিলুপ্তির ভয় ধরাচ্ছে?

সব আশঙ্কা দূর হয়ে যেতে পারে যে ম্য়াচে, তা হল ভারত বনাম অস্ট্রেলিয়া। অন্যতম ফেভারিট টিম ইন্ডিয়া নামছে ঘরের মাঠে। রবিবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়াম কানায় কানায় ভরে যেতে পারে। আর সেই ছবি অক্সিজেন দিতে পারে গোটা টুর্নামেন্টকে। 

তবে ভারতের সামনে অগ্নিপরীক্ষা কারণ, এই প্রথম দেশের মাটিতে কোনও বিশ্বকাপে ফেভারিট হিসাবে নামছে ভারতীয় দল। ২০১১ সালে শেষ যেবার ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত, সেবারও ট্রফি জয়ের ব্যাপারে ফেভারিত ছিল না টিম ইন্ডিয়া। সেদিক থেকে রোহিত শর্মাদের লড়াই করতে হবে প্রত্যাশার পাহাড়প্রমাণ চাপের বিরুদ্ধেও।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে সেই ঝাঁঝ এখন আর নেই। ১৯৯৯, ২০০৩ বা ২০০৭ সালের সেই দোর্দণ্ডপ্রতাপ অজ়ি দল এখন অতীত। তার ওপর পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দলও নেই। স্পিন আক্রমণ সাদামাটা। তবু অস্ট্রেলিয়া সেমিফাইনালে না উঠলে তা বিস্ময়কর হবে। টুর্নামেন্টে এত কঠিন প্রতিপক্ষ ভারতীয় দল খুব একটা পাবে না। অস্ট্রেলিয়াকে হাল্কাভাবে নেওয়ার ভুল করতে চাইবে না ভারতীয় দলও।

অস্ট্রেলিয়াকে সদ্য ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। কিন্তু এই চেন্নাইয়ে ৬ মাস আগেই একবার অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতকে। সেই ম্যাচে অ্যাডাম জাম্পার স্পিন ঘায়েল করেছিল টিম ইন্ডিয়াকে। ৪৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন জাম্পা। ভারতীয় ব্যাটিংয়ের বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড তাঁর। বিরাট কোহলিকে পাঁচবার ও রোহিত শর্মা, কে এল রাহুল ও হার্দিক পাণ্ড্যদের চারবার করে আউট করেছেন ওয়ান ডে-তে। রবিবারও ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা নেবেন জাম্পা।

চিপকের স্পিন বোলিং সহায়ক পরিবেশে ভারত তিন স্পিনারের কৌশল সাজাতে পারে। রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব ও আর অশ্বিনকে একসঙ্গে খেলানোর সম্ভাবনা রয়েছে। দুই পেসার হিসাবে থাকবেন যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। হার্দিক তৃতীয় পেসারের কাজটা সারবেন। স্টিভ স্মিথের বিরুদ্ধে দুরন্ত রেকর্ড হার্দিকের। এখনও পর্যন্ত স্মিথকে ৭৫টি বল করেছেন হার্দিক। তার মধ্যেই পাঁচবার স্মিথের উইকেট নিয়েছেন।

চিপকে দুরকম উইকেট তৈরি রয়েছে। কয়েকটি উইকেট লাল মাটির। বাড়তি বাউন্স রয়েছে। বল পড়ে ঘুরবেও। তবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হবে সম্ভবত কালো মাটির পিচে। যেখানে বল পড়ে ভালভাবে ব্যাটে আসবে।

চেন্নাইয়ে এখন তীব্র গরম। তবে ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে। দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা নেই তাতে। ফলে দুই শক্তিশালী দেশের ক্রিকেটীয় দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হবেন না দর্শকরা।

এম এ চিদম্বরম স্টেডিয়াম অস্ট্রেলিয়ার কাছে পয়মন্ত। এখানে বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলেছেন অজ়িরা। প্রত্যেকটি ম্যাচই জিতেছেন। যার মধ্যে ১৯৮৭ সালের বিশ্বকাপে ভারতকে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে হারানোও রয়েছে। ভারতীয় শিবির প্রথম ম্যাচের আগে উদ্বেগে শুভমন গিলকে নিয়ে। ডেঙ্গি আক্রান্ত শুভমন সম্ভবত খেলবেন না। তিনি না খেললে হয়তো রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন ঈশান কিষাণ।

শেষ হাসি তোলা থাকবে কাদের জন্য?

আরও পড়ুন: ODI World Cup Exclusive: বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে আমদাবাদে যাবেন সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial