Justin Trudeau: তুমুল‌ গাল‌ শুরুতেই! ট্রুডোকে চরম অপমান করলেন এক কানাডার নাগরিক

সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খলিস্তানি জঙ্গিদের কারণে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে কানাডার। একাধিক বিতর্কিত দাবি করেছেন সেই দেশের প্রধানমন্ত্রী। এবার তিনি নিজেই এক সাধারণ নাগরিকের সঙ্গে বিতন্ডায় জড়িয়ে পড়লেন।

(আরও পড়ুন: সময়মত চিকিৎসার অভাবে ভারতে মৃত্যু হয় ক্যানসার আক্রান্ত ৬৭ শতাংশ মহিলার)

সম্প্রতি নিজের গন্তব্যে যাওয়ার পথে ট্রুডো হঠাৎ বাধা পান এক নাগরিকের কাছে। ট্রুডোর পথে বাধা হয়ে দাঁড়ায় ওই নাগরিক। ব্যক্তিটি তাঁকে বলেন, ‘আপনার জন্য আমাদের সারা দেশটা উচ্ছন্নে গিয়েছে’ । সঙ্গে অশ্রাব্য গালাগালি দেন ওই ব্যক্তি। তবে এর জন্য মাথা গরম করেননি তিনি। এমনকি তার রক্ষীরাও লোকটিকে ধাক্কা মেরে সরিয়ে দেননি। ট্রুডো হাসিমুখেই জিজ্ঞেস করেন, কেন, কী করলাম আমি? তখন ওই ব্যক্তি বলেন, ‘আপনার জন্য সারা দেশে থাকার জায়গার সঙ্কট (হাউজিং ক্রাইসিস)’। বাসস্থানের সমস্যার পাশাপাশি করের কথাও তোলেন ওই ব্যক্তি। তিনি বলেন,‘চড়া কার্বন কর দিতে হয় আমাদের। কেন‌ আমরা দেব?’

(আরও পড়ুন: জিভেরও রয়েছে ‘ষষ্ঠ’ ইন্দ্রিয়! কী সেটা? খোঁজ পেলেন বিজ্ঞানীরা)

ওই নাগরিকের কথাগুলির উত্তর শান্তভাবেই দেন ট্রুডো। তিনি‌ বলেন, কার্বন করদূষণ কমাতে ধার্য করা হয়েছে। যারা পেট্রোলচালিত গাড়ি চালান, তাদের থেকে এই কর নেওয়া হয়। তার পর তা আপনাদের মতো মানুষদের কল্যাণেই খরচ করা হয়। ট্রুডোর এই কথা শুনে লোকটি বলেন, ‘তাহলে ইউক্রেনকে সাহায্য করছেন কেন? ইউক্রেন তো নিজেই নিজের দেশকে মারছে।’ তখন ট্রুডোও পুতিনের প্রসঙ্গ তুলে‌ বলেন, ‘আপনি দেখছি সব জানেন। রাশিয়ার দেওয়া অনেক ভুল তথ্যই আপনি জেনে নিয়েছেন!’ এর পর সেখান থেকে চলে যান ট্রুডো।

গোটা ঘটনার এঅটি ভিডিয়ো রেকর্ডিং করা হয়। পরে তা সমাজ মাধ্যমে পোস্ট করা হয়। পোস্ট করার পরেই তা ভাইরাল‌ হয়ে যায়। অনেক নেটিজেনই কমেন্টে প্রশংসা করেন ওই নাগরিকের। এই প্রশ্নগুলি জিজ্ঞেস করা জরুরি বলেই জানান তারা। একইসঙ্গে লোকটির সাহসেরও তারিফ করে অনেকে। প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এভাবে প্রশ্ন করতে পারায় তাঁকে সাধুবাদ দেওয়া হয়। পাশাপাশি প্রশাসন ঠিকভাবে সামলাতে না পারায় ট্রুডোর নিন্দা করেন নেটিজেনদের একাংশ।