ODI WC 2023: Rahul Dravid Not Ruling Out Shuman Gill Playing Vs Australia Despite Suffering From Dengue

আমদাবাদ: বিশ্বকাপ (CWC 2023) শুরুর আগেই ভারতীয় শিবির বড় (Indian Cricket Team) ধাক্কা খেয়েছে। খবর অনুযায়ী ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill)। ফলে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বিশ্বকাপের প্রথম ম্যাচে গিলের খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা রয়েছে। তবে গিলকে এখনই সম্পূর্ণভাবে বাদের তালিকায় রাখতে নারাজ ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।  

শুক্রবার সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় জানান গিল আগের থেকে খানিকটা সুস্থ অনুভব করছেন। তিনি বলেন, ‘ও আজ আগের থেকে অনেকটাই সুস্থ অনুভব করছে। মেডিক্যাল দল প্রতিনিয়ত ওর খোঁজখবর রাখছে। আমাদের কাছে ৩৬ ঘণ্টা মতো সময় রয়েছে।মেডিক্যাল দল যা বলবে, সেই বুঝেই সিদ্ধান্ত নেওয়া হেবে।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্য়াচ থেকে যে গিল এখনই বাতিল নন, তা জানিয়ে ভারতীয় কোচ বলেন. ‘মেডিক্যাল দল এখনই ওকে বাতিল করে দেয়নি। ওর প্রতিনিয়ত খেয়াল তো রাখা হচ্ছেই। পরশু ওর শরীর কেমন থাকে, সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শুভমন গিল যদি একান্তই ফিট না হতে পারেন, সেক্ষেত্রে ভারতীয় একাদশে ঈশান কিষাণের খেলার সম্ভাবনা প্রবল। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ঈশান কিষাণকে ওপেন করতে দেখা যেতে পারে। তবে কেএল রাহুলও ওপেনিংয়ের অন্যতম বিকল্প। রাহুল লাল বলের ক্রিকেটে রোহিতের সঙ্গে ওপেন করেনই। তাই তিনি অন্যতম বিকল্প। এশিয়া কাপে প্রত্যাবর্তনের পর তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন রাহুল। তবে শুভমন গিল এই ম্যাচে শেষ অবধি সত্যিই খেলতে নামতে না পারলে, বড়সড় ক্ষতির মুখে পড়বে ভারতীয় দল। বিশেষ করে যেরকম স্বপ্নের ছন্দে রয়েছে শুভমন।

এই ম্যাচের আগে চূড়ান্ত প্রস্তুতি সারছে অজি শিবির। ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে খেলতে নেমেছিল প্য়াট কামিন্সের দল। সেখানে ২-১ ব্যবধানে হারতে হয়েছে। তাই রবিবারের ম্যাচে নামার আগে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেন না স্মিথ, ওয়ার্নাররা। চেন্নাইয়ের পি চিদাম্বরম স্টেডিয়ামে নেটে দীর্ঘক্ষণ অনুশীলন সারলেন অজি ক্রিকেটাররা। বিশেষ করে ভারতের স্পিন আক্রমণকে সামলানোর জন্য আলাদা করে নেটে ব্যাটিং অনুশীলন করলেন অনেকক্ষণ ওয়ার্নাররা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, ভারতের স্পিন আক্রমণ সামলাতে নেটে কড়া প্রস্তুতি স্মিথদের