Biswa Bangla Sharad Samman 2023: বিদেশের সেরা পুজোকেও এবার বিশ্ববাংলা শারদ সম্মান দেবে রাজ্য সরকার

শারদ উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে চালু হয়েছিল বিশ্ব বাংলা শারদ সম্মান। সাধারণত কলকাতা এবং জেলার পুজোগুলিকে শারদ সম্মানে সম্মানিত করে থাকে রাজ্য সরকার। তবে এবার সেই তালিকায় জুড়েছে বিদেশের পুজোগুলিও। অর্থাৎ এবার বিদেশের সেরা পুজোগুলিকেও শারদ সম্মান দেবে রাজ্য সরকার। বিদেশের পুজোগুলি এবারের শারদ সম্মান প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

আরও পড়ুন: পুজোর সময় ঘূর্ণিঝড় আসছে? ভারী বৃষ্টি হবে বাংলায়? কেমন থাকবে আবহাওয়া?

আগামী ১৪ অক্টোবর পর্যন্ত অফলাইন এবং অনলাইনে এরজন্য আবেদনের ফর্ম পাওয়া যাবে। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে কথা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। জানা গিয়েছে, ১২ টি বিভাগের সেরা পুজো বিশ্ব বাংলা শারদ সম্মানে সম্মানিত করবে রাজ্য সরকার। এগুলির মধ্যে রয়েছে– সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজচেতনা, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা। সাধারণত, কলকাতা, দক্ষিণ দমদম পুরসভা, বিধাননগর ও বরানগর পুরসভার পুজোগুলি এই সমস্ত বিভাগে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এই বিভাগগুলিতে শ্রেষ্ঠ পুজোগুলিকে এই পুরস্কারে সম্মানিত করা হবে। অন্যদিকে, ২২ জেলার পুজোগুলি সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা সমাজচেতনা বিভাগে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। 

জানা গিয়েছে, www.egiyebangla.gov.in/www/wb.gov.in/https:/bbss.gov.in ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাব কলকাতার ক্ষেত্রে কলকাতা তথ্যকেন্দ্রে আবেদন জমা করা যাবে এবং জেলাগুলির ক্ষেত্রে জেলা অথবা মহকুমা দফতরের তথ্য ও সংস্কৃতি আধিকারিকদের কাছে আবেদন পত্র জমা দেওয়া যাবে। মহাষষ্ঠীর দিন বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সেক্ষেত্রে কলকাতা ও পাশ্ববর্তী এলাকার বিশিষ্টজনেরা সেরা পুজোগুলিকে বেছে নেবেন। 

উল্লেখ্য, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে পুজোর সেরা সম্মান বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া চালু করেন। গত বছর ভিন রাজ্যের সেরা পুজোগুলিকে বিশ্ববাংলা সম্মান দেওয়া শুরু হয়েছিল আর এবার এই পুরস্কার দেওয়া হবে বিদেশের পুজোগুলিকেও। প্রসঙ্গত, আগের বছরই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। তার ফলে বিশ্বের মানুষের মধ্যে বাংলার দুর্গাপুজো দেখার আগ্রহ বেড়েছে। গত বছর মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নেমেছিল। এবারও ভিড় বেশি হবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা।