Firhad Hakim: সাড়ে ৯ ঘণ্টা পর ফিরহাদের বাড়ি ছাড়ল CBI, মেয়ে বললেন মানসিক নির্যাতন হয়েছে

পুর নিয়োগ দুর্নীতি তদন্তে সাড়ে ন’ঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসাহাদের পর রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ি ছাড়লেন সিবিআইয়ের গোয়েন্দারা। রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ফিরহাদের বাড়ি থেকে একে একে বেরোতে শুরু করে সিবিআই আধিকারিকদের গাড়ি। সিবিআই বিদায়ের পর বাড়ির দরজা থেকে মুখ গলিয়ে ফিরহাদের মেয়ে বলেন, ‘তল্লাশির নামে সাড়ে ৯ ঘণ্টা ধরে আমাদের মানসিক নির্যাতন করা হয়েছে।’

রবিবার সকাল সওয়া ন’টা নাগাদ ফিরহাদের চেতলার বাড়িতে পৌঁছন সিবিআইয়ের গোয়েন্দারা। সেই থেকে শুরু হয় টানা তল্লাশি। তদন্তে উঠে আসা তথ্য ও নথির ভিত্তিতে দফায় দফায় জেরা করা হয় ফিরহাদকে। চাওয়া হয় বিভিন্ন নথি। তল্লাশি প্রক্রিয়া চলাকালীন ফিরহাদের বাড়ি ঘিরে রেখেছিল কেন্দ্রীয় বাহিনী। অনুমতি না নিয়ে ঢুকতে দেওয়া হয়নি কাউকে। তল্লাশির খবর পেয়ে ফিরহাদের বাড়ির সামনে জড়ো হন অনুগামীরা। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন তাঁরা। গোটা প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ ফিরহাদের বাড়ি ছাড়েন সিবিআইয়ের গোয়েন্দারা। সঙ্গে নিয়ে যান প্রচুর নথি। তখন ফিরহাদের বাড়ির সামনে থিকথিক করছে ভিড়। ভিড় সরাতে বেশ বেগ পেতে হয় কেন্দ্রীয় বাহিনী ও চেতলা থানার পুলিশকে।

সিবিআইয়ের গোয়েন্দারা বাড়ি থেকে বেরনোর পর ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম বলেন, ‘বাবা কিছুক্ষণ পর সাংবাদিক বৈঠক করবেন। আপনাদের সবার সহযোগিতা চাইছি। আমাদের ওপর সাড়ে ৯ ঘণ্টা ধরে কী রকম মানসিক নির্যাতন হয়েছে তা আপনারা দেখেছেন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই তল্লাশি। অন্য কোনও রাজ্যে এরকম হয় না। হয় শুধু বাংলাতেই।’