IAS Officer Shah Faesal on Hamas: ‘ভারতীয় মুসলিমরা…’, ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে কী বললেন IAS অফিসার শাহ ফয়সাল?

ঐতিহাসিক ভাবে প্যালেস্তাইনের অস্তিত্বের পক্ষেই সওয়াল করে এসেছে ভারত। মোদী জমানাতেও সেই নীতি পালটে যায়নি। তবে বিগত দিনে ইজরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে ভারতের। এই আবহে ইজরায়েল-হামাস যুদ্ধের আবহে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ঝড়। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই হামাস গোষ্ঠীকে ‘জঙ্গি’ বলে আখ্যা দিয়েছেন। এই পরিস্থিতিতে ভারতীয় মুসলিমরা প্যালেস্তাইনকে সমর্থন করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক শুরু হয়েছে। এই আবহে ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে মুখ খুললেন আইএএস অফিসার শাহ ফয়সাল। তাঁর কথায়, ধর্মের ওপরে মানবিকতা। (আরও পড়ুন: হামাসের হাতে বন্দি ১৭ নেপালি, ইজরায়েলে কেমন আছেন ভারতীয় পড়ুয়ারা?)

শাহ ফয়সাল হামাসের হামলাকে ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ কখনও কাউকে সাহায্য করতে পারেনি। এটা প্যালেস্তাইনকেও সাহায্য করবে না। মানবিকতা ধর্মের অনেক ঊর্ধ্বে। ভারতীয় মুসলিমরা কখনও হিংসাকে সমর্থন করেনি। মধযপ্রাচ্যে সন্ত্রাসবাদ বেড়ে যাক, এটাও কখনও চায়নি ভারতীয় মুসলিমরা। হামাসের হাতে নিহত নিরপরাধ ইজরায়েলিদের যে ভয়ঙ্কর দৃশ্য আজ সামনে এসেছে, তা সবার হৃদয় ভেঙে দিয়েছে। সন্ত্রাস কাউকে সাহায্য করেনি এবং এটি প্যালিস্তিনিদেরও সাহায্য করবে না।’

প্রসঙ্গত, ইজরায়ের-প্যালেস্তাইন সংঘাত বহু দশকের। ইজরায়েল গঠনের পর থেকেই অস্তিত্ব হারিয়েছে প্যালেস্তাইন। তারই মধ্যে পশ্চিমে গাজা ভূখণ্ডে ‘বন্দি দশায়’ বসবাস করেন প্যালেস্তাইনের বাসিন্দারা। এদিকে প্যালেস্তাইনকে ইজরায়েলের হাত থেকে ‘মুক্ত’ করতে এর আগেও একাধিকবার সশস্ত্র আন্দোলন করেছে বিভিন্ন গোষ্ঠী। এই আবহে এবার ইজরায়েলের বিরুদ্ধে হামলা করে নতুন করে যুদ্ধের আবহ তৈরি করল প্যালেস্তাইনের হামাস। গতকাল সকালে হামাসের পরপর রকেট হামলার পর সরকারিভাবে ইজরায়েলের তরফ থেকে সরকারি ভাবে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। এই আবহে ইজরায়েলের প্রত্যাঘাতে গাজা ভূখণ্ডে তড়তড়িয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা। গতরাতে শেষ পাওয়া খবর পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০। জখম হয়েছেন অন্ততপক্ষে ১৬০০ জন। গতরাতে শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ৩০০ হয়েছে ইজরায়েলে।

প্রসঙ্গত, গতকাল সকাল সকাল দক্ষিণ ইজরায়েলের বিস্তীর্ণ এলাকায় রকেট হামলা চালায় প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রথম দফায় ৫,০০০টি রকেট ছোড়া হয় বলে দাবি করে হামাস। তেল আভিভ এবং বীরশেবার মতো এলাকায় বেজে ওঠে সাইরেন। ইজরায়েলে ঢুকে আসে হামাস গোষ্ঠীর বন্দুকধারীরা। গাজা এবং ইজরায়েলের মধ্যে থাকা ‘নো ম্যানস ল্যান্ড’ অতিক্রম করে তারা। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, অনুপ্রবেশকারী হামাস জঙ্গিদের সঙ্গে ৭টি স্থানে গুলির লড়াই চলছে। এদিকে হামাসের হাতে সাধারণ ইজরায়েলিরা ‘অপহৃ’ হচ্ছেন বলে জানা গিয়েছে। শুধু ইজরায়েলি নয়, বিদেশিরাও রয়েছে হামাসের নিশানায়। জানা গিয়েছে, অন্তত ১৭ জন নেপালিকে অপহরণ করেছে হামাস গোষ্ঠীর বন্দুকবাজরা। এদিকে এই যুদ্ধে আরও ৭ জন নেপালি জখম হয়েছেন। এদিকে ইজরায়েলের ওপর এই হামলার পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামাসকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।