IRCTC Pujo Tour Package: আইআরসিটিসি দার্জিলিং-ডুয়ার্স পুজো প্যাকেজ, অফবিটও থাকছে, সিকিম ট্যুর বাতিল হলেও টেনশন করবেন না

সিকিমে ভয়াবহ বিপর্যয়ের জেরে অনেকেই সিকিম ট্যুর বাতিল করেছেন। মানে কার্যত সিকিমে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করার একেবারে হিড়িক পড়ে গিয়েছে। কিন্তু পুজোতে ঘুরতে না গেলে কী হয়! এবার তাঁরা আইআরসিটিসি কুইন্স অফ হিলস ট্যুর প্ল্যান একবার চোখ বুলিয়ে দেখতে পারেন। মানে যারা সিকিম বেড়াতে যাওয়ার পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল করেছেন তারা দার্জিলিংয়ে যেতে পারেন। ডুয়ার্সের কথাও ভাবতে পারেন। জঙ্গল কিন্তু খুলে গিয়েছে। সপ্তমী থেকে এই ট্যুর শুরু হচ্ছে। সেক্ষেত্রে আর দেরি করবেন না। তবে পর্যটন ব্যবসায়ীদের দাবি এবার দার্জিলিংয়ে উৎসবের মরশুমে তিল ধারনের জায়গা থাকবে না।

তবে আইআরসিটিসির এই ট্যুর প্ল্যানের মধ্য়ে কেবলমাত্র ঘিঞ্জি দার্জিলিং থাকছে এমনটা নয়। দার্জিলিংয়ের একাধিক অফবিট জায়গা থাকছে এই আইআরসিটিসি ট্যুর প্যাকেজে। তাকদা, লামাহাটা, তিনচুলের মতো অফবিট জায়গা থাকছে। ডুয়ার্সেও যেতে পারেন। সেই প্যাকেজে সামসিং, সান্তালিখোলা, ঝালং, বিন্দু, মুর্তি, লাটাগুড়ির মতো জায়গা থাকছে এই প্যাকেজের মধ্যে। মন ভালো করা জায়গা। জঙ্গল, পাহাড় সব পয়েন্টকেই ছুঁয়ে যাবে এই প্য়াকেজ।

এবার খরচপাতি কেমন লাগবে সেটা একবার জেনে নিন।

পাঁচ রাত ৬ দিনের প্য়াকেজ। খরচ ২১,১৫০ টাকা ও ১৮,৮৫০ টাকা। এই প্যাকেজের মধ্য়ে এসি ৩ টায়ার ট্রেন ভাড়াও থাকবে।

২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই পুজো প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে ডিলাক্স হোটেলও থাকছে। বেড়াতে গিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস ও গাড়ির ব্যবস্থাও থাকবে।

আসলে সিকিম বিপর্যয় যেন সবকিছু ওলটপাটল করে দিয়েছে। উত্তর সিকিম একেবারে তছনছ হয়ে গিয়েছে। পর্যটকদের সেখান থেকে উদ্ধার করে গ্যাংটক ও শিলিগুড়িতে নিয়ে আসার ব্যাপারে সবরকম চেষ্টা করা হচ্ছে। এদিকে পুজোয় সিকিমে যাওয়ার জন্য অনেকেই পরিকল্পনা করেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতির জেরে অনেকেই সেই পরিকল্পনা বাতিল করেছেন।

এদিকে এনজেপি যাওয়ার টিকিট আগে থেকে কাটা হয়ে গিয়েছে অনেকের। আবার অনেকে সিকিম ট্যুর বাতিল হলেও উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু শেষ মুহূর্তে কি হোটেল পাওয়া যাবে? সেক্ষেত্রে আইআরসিটিসির প্যাকেজ ট্যুরে বেড়িয়ে আসতেই পারেন।