Suvendu Adhikari: মেয়ের বয়সী অভিষেকের দাসত্ব করতে তৃণমূলে রয়েছেন ফিরহাদ, পালটা দিলেন শুভেন্দু

বাড়িতে সিবিআই হানার পর নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার সন্ধ্যায় ফিরহাদের সাংবাদিক বৈঠক শেষ হতে না হতেই তার জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। যার ফলে ফিরহাদের বাড়িতে সিবিআই হানা নিয়ে জমে উঠল বাগযুদ্ধ।

এদিন শুভেন্দুকে আক্রমণ করে ফিরহাদ বলেন, ‘নীতি আদর্শ বিসর্জন দিয়ে বিজেপির আদর্শে নাম লেখাইনি বলে আজ আমাকে এই অপমানের মুখে পড়তে হচ্ছে। আমার পরিবারকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। সিবিআইয়ের ভয়ে আমি বিজেপিতে যাইনি। যাব না।’

পালটা শুভেন্দুবাবু বলেন, ‘দাসত্ব স্বীকার করব না বলেই বিজেপিতে গিয়েছি। আঁর ফিরহাদ হাকিম দাসত্ব করার জন্য ওর মেয়ের বয়সী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাবা বলছেন। লজ্জা হওয়া উচিত’।

রবিবার সকাল সওনা ন’টা নাগাদ ফিরহাদ হাকিমের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। প্রায় সাড়ে ন’ঘণ্টা তল্লাশির পর সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ফিরহাদের বাড়ি ছাড়েন তাঁরা। সঙ্গে নিয়ে যান প্রচুর নথি।

সিবিআই বাড়ি ছাড়ার পর সাংবাদিক বৈঠকে চিৎকার করে ফিরহাদ প্রশ্ন করেন, ‘আমি কি চোর?’ জানান, সিবিআই আমাকে কোনও জিজ্ঞাসাবাদ করেনি। হাজিরাও দিতে বলেনি। শুধু আমার ও আমার স্ত্রীর নামে থাকা সম্পত্তির নথি জেরক্স করে নিয়ে গিয়েছে। গোটা বাড়ি তল্লাশি করেছে। স্ত্রীর গয়নার তালিকা নিয়েছে তবে কোনও কিছু বাজেয়াপ্ত করেনি।