Twice Board Exam: বছরে দুবার বোর্ড পরীক্ষা, দুটো কি দিতেই হবে? স্বস্তির জবাব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য বছরে দুবার করে সুযোগ থাকবে। ঠিক যেমন ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা JEE-এর জন্য় থাকে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, বছরে দুবার ক্লাস ১০ ও ক্লাস ১২এর পরীক্ষায় বসতেই হবে এমন কোনও বাধ্য়বাধকতা নেই। একবার মাত্র সুযোগ রয়েছে এই ভয়টা কাটানোর জন্য এই ব্যবস্থা করা হচ্ছেে।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ডামি স্কুলের ব্যাপারটা উড়িয়ে দেওয়ার নয়। এটা নিয়ে আলোচনা করার সময় আসন্ন। 

তিনি জানিয়েছেন, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য বছরে দুবার করে সুযোগ থাকবে। ঠিক যেমন ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা JEE-এর জন্য় থাকে। এর মধ্যে সবথেকে ভালো যে পরীক্ষায় সে নম্বর পাবে সেটা থেকে বেছে নিতে পারবে। কিন্তু এটা পুরো ঐচ্ছিক। এর মধ্য়ে কোনও বাধ্য়বাধকতা নেই। 

তিনি জানিয়েছেন, পড়ুয়ারা অনেক সময় ভাবে আর হয়তো সুযোগ নেই. আমার একটা বছর নষ্ট হয়ে গেল, তবে ওই একটা মাত্র সুযোগ আছে এই মানসিক চাপটা কিছুটা হালকা করার জন্য় এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। 

তিনি জানিয়েছেন, কোনও পড়ুয়া যদি মনে করে যে সে পুরোপুরিভাবে তৈরি আছে আর প্রথম পরীক্ষায় যে নম্বর তুলেছে সেটাই ঠিক আছে তবে তাকে আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার দরকার নেই। কোনও বাধ্যবাধকতা নেই। 

এদিকে নতুন পাঠ্যক্রমে বলা হচ্ছে বছরে দুবার করে বোর্ড পরীক্ষা হবে। সবথেকে ভালো নম্বর তোলার জন্য পড়ুয়াদের হাতে যাতে সময় থাকে, হারানোর ভয় না থাকে। ব্যর্থতার হতাশা তাদের মধ্যে চেপে বসতে না পারে তার ব্যবস্থা করা হচ্ছে। 

মন্ত্রী জানিয়েছেন, আমি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা খুব খুশি। ২০২৪ সাল থেকে দুবার করে এই ধরনের পরীক্ষা করার ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি। 

কোটাতে পড়ুয়াদের আত্মহত্যা প্রসঙ্গে তিনি বলেন, এটা খুব মর্মান্তিক। তারা আমাদের সন্তান। এক্ষেত্রে সকলের এগিয়ে আসা দরকার।