Justice Abhijit Gangopadhyay: ‘তাঁরা শিক্ষা দিতেন, চাকরি বিক্রি করেননি’ নবজাগরণের মনীষীদের কথা মনে করালেন বিচারপতি

ফের আগুন ঝড়ালেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। কার্যত শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র কটাক্ষ বিচারপতির। নবজাগরণের মনীষীদের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। তাঁদের অবদানের কথা তুলে ধরেন বিচারপতি।

সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়ে দেন, মনীষীদের কিন্তু চাকরি বিক্রি করতে হয়নি।

এদিন কোর্টে ঠিক কী হয়েছিল ঘটনাক্রম সেটা জেনে নিন।

সূত্রের খবর, এক মহিলা আইনজীবী প্রাথমিক সংক্রান্ত একটি মামলা নিয়ে বিচারপতির সামনে তুলে ধরেন। সেই সময় মন দিয়ে তিনি তাঁর কথা শোনেন।

এরপর বিচারপতি ওই আইনজীবীর নাম জিজ্ঞাসা করেন। তিনি বলেন, তাঁর নাম রেনেসাঁ। এরপরই বিচারপতি আইনজীবীকে প্রশ্ন করেন, রেনেসাঁ বা নবজাগরণ কোথায় কবে হয়েছে জানেন? বলুন তো ভারতে কোথায় কোথায় নবজাগরণ হয়েছিল? বাংলায় কবে নবজাগরণ হয়েছিল? সেই প্রশ্ন করেছিলেন বিচারপতি। এরপর বিচারপতি নিজেই সেই প্রশ্নের উত্তর দিলেন।

রাজা রামমোহনের প্রসঙ্গ তোলেন বিচারপতি। বাংলার নবজাগরণে , শিক্ষার অগ্রগতিতে কীভাবে মনীষীরা এগিয়ে দিয়েছেন বাংলাকে সেকথা তুলে ধরেন তিনি। এরপরই বিচারপতির মন্তব্য, এঁরা শিক্ষা দিতেন, কিন্তু চাকরি বিক্রি করতেন না। একেবারে জোরালো কটাক্ষ করেন তিনি। কার্যত রাজ্যের শিক্ষা ব্যবস্থা, চাকরি দুর্নীতি, বাংলার স্বর্ণযুগের মনীষীদের কথা তুলে ধরেন তিনি।

কার্যত সেই অতীতের বাংলার গরিমার কথা তুলে ধরেন তিনি। বিচারপতি বলেন, রাজা রামমোহন রায়ের হাত ধরে বাংলায় নবজাগরণ হয়েছিল। গত শতাব্দী পর্যন্ত তা চলছিল। বাংলার নবজাগরণের মনীষীরা শিক্ষাদানের কাজে ব্রতী হয়েছিলেন। শিক্ষার অগ্রগতিতে তাঁরা কাজ করতেন। এরপরই তিনি চাকরি বিক্রির প্রসঙ্গ আনেন।

বাংলার স্কুল থেকে পুরসভার অন্দর, সর্বত্র এই চাকরি চুরির অভিযোগ। রাজ্যের শিক্ষা দফতরের একাধিক প্রাক্তন কর্তা, নেতা মন্ত্রীরা দলে দলে সব গরাদের ওপারে। একের পর এক জায়গায় অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। নানা নথি উদ্ধার করছেন তারা। সেই সঙ্গেই ভুরি ভুরি দুর্নীতির কথা সামনে আসছে এবার। তবে তার সঙ্গেই এবার কড়া কটাক্ষ করলেন বিচারপতি।