Rahul Gandhi on Caste Census: গোটা দেশে জাতিগত গণনার দাবি কংগ্রেসের, ‘আমাদের ভুল ছিল,’ কবুল করলেন রাহুল

বিহারে জাতিগত জনগণনা হয়েছে। ফের সেই জাতিগত গণনা( Caste Census) নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বড় সিদ্ধান্ত নিয়েছে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে কাস্ট সেনসাসের দাবি তোলা হবে। আমার মনে হয়েছে এটা অত্যন্ত প্রগতিশীল পদক্ষেপ হবে। এটা গরিব মানুষের পক্ষে অত্যন্ত ভালো হবে। আমাদের মুখ্য়মন্ত্রীরা বিশ্বাস করেন, এটা তাঁদের কাছে অত্যন্ত বড় পদক্ষেপ হবে। সেই মতো তাঁরা এনিয়ে কাজ করবেন।

এবার সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ইন্ডিয়া জোটে তো আরও দল রয়েছে। কংগ্রেসের এই অবস্থানকে কি মেনে নেবেন তাঁরা?

সেই প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেন, কংগ্রেস সভাপতি এদিন মিটিং করেছেন। গোটা কংগ্রেস পার্টি ঠিক করেছে একেবারে পূর্ণ উদ্যমে, শুধু কাস্ট সেনসাসকে সমর্থন করাই নয়, বিজেপিকে বাধ্য় করা হবে যাতে এই জাতিগত জনগণনাকে তারা কার্যকরী করে। ওরা না করলে সরে যেতে হবে। এখন ইন্ডিয়া জোটের বেশির ভাগ দলই সর্বসম্মতিক্রমে এটা জানিয়েছে যে কাস্ট সেনসাস প্রয়োগ করা দরকার। তবে কিছু দল হয়তো অন্য অবস্থানে থাকতে পারে। তবে আমরা তো ফ্যাসিস্ট মনোভাব নিয়ে চলছি না। ঠিক আছে আমরা এনিয়ে নমনীয় অবস্থান নিচ্ছি। কিছু দলের অন্য মতামত থাকতে পারে। কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ যে সিংহভাগ ইন্ডিয়া জোটের পার্টি এই কাস্ট সেনসাসকে সমর্থন করবে ও এটা কার্যকরী করার জন্য চাপ দেবে।

আর রাজস্থান ভোটে লিটমাস টেস্ট প্রশ্নে রাহুল বলেন, ওসব কেমিস্ট্রিতে চলে। রাজনীতিতে চলে না। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি ভারতের উন্নয়নের জন্য জাতিগত জনগণনা করা দরকার। এই কাস্ট সেনসাসের পরে একটা নয়া সূচক তৈরি হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা করবই। কংগ্রেস পার্টি এটা করেই দেখাবে। মনে রাখবেন যে কথা আমরা দিই সেটা আমরা ভাঙি না।

রাহুল বলেন, এটা কাস্ট বা ধর্মের ব্যাপার নয়। এটা গরিবীর ব্যাপার। এখন দুটো হিন্দুস্তান। একটা আদানির। আর অপরটা সবার। কাস্ট সেনসাস সাফ দেখিয়ে দেবে ভারতে কোন মানুষ কতজন আছেন। এরপর অর্থনৈতিক মূল্যায়ন হবে। টাকাপয়সা কাদের হাতে আছে সেটা দেখা হবে। আমারও ভুল আছে। আগে যেটা আমরা করিনি সেটা আমরা এবার করে দেখাব।