Viral video: IIT কানপুরে ছাত্রদের মধ্যে কার্যত গ্যাং ওয়ার, ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন

ছিল খেলা, হয়ে গেল মারামারি ধস্তাধস্তি। তাও আবার কোনও খেলার মাঠে নয়, আইআইটি কানপুরের ক্যাম্পাসে। সম্প্রতি সেই ভিডিয়ো ভাইরাল হল নেটদুনিয়ায়। দুই কবাডি দলের মধ্যে ঝামেলা ধীরে ধীরে হাতাহাতিতে পরিণত হয়। পরে তা রীতিমতো মারামারির আকার নেয়। আর সেই ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। আইআইটি কানপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা দেখে অনেকেই রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন।

(আরও পড়ুন: ভারতের বাইরে সবচেয়ে বড় হিন্দু মন্দির তৈরি হল এদেশে, প্রতি কোণে চমক! দেখুন ছবি)

ঠিক কী ঘটেছিল এই দিন। গত শনিবার দুই দলের মধ্যে খেলা ছিল কানপুর ক্যাম্পাসে। সেখানেই জড়ো হয়েছিল দুটি আলাদা বিশ্ববিদ্যালয়ের দল। নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অব টেকনোলজি ও জেসি বোস ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এসেছিল সেই দুটি দল। তাদের মধ্যে হঠাৎই বাকবিতণ্ডা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। খেলার আগে গ্রিনরুমে সেই হাতাহাতি ধীরে ধীরে মারামারিতে পরিনত হয়। ঘরের মধ্যে থাকা চেয়ার তুলে এগিয়ে যায় দুই পক্ষ। দুই পক্ষই তাদের খেলোয়াড়দের এলোপাথাড়ি মারতে শুরু করে। মারের জেরে রীতিমতো ভেঙে যায় চেয়ারগুলির পায়া। ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, কয়েকজন বাদে বাকি সবাই ভয়ে সেই ঘর থেকে পালায়। গোটা ভিডিয়োটি এই দুই দলেরই কোনও সদস্য রেকর্ড করেছে বলে মনে করা হচ্ছে। কারণ সেই মুহূর্তে ভিডিয়োতে কোনও নিরাপত্তারক্ষীকে দেখা যায়নি।

অন্যদিকে এই ভিডিয়োর আগেই আরেকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেটি অ্যামিটি ইউনিভার্সিটির পড়ুয়াদের মধ্যেকার ঝামেলা। তবে এবারে ছেলেরা নয়। মেয়েরা ছিল লড়াই ঝামেলার কেন্দ্রে। দুই মেয়েকে ওই ভিডিয়োতে তুমুল মারামারি করতে দেখা যায়। পরস্পর পরস্পরের গায়ে বেপরোয়াভাবে চড়থাপ্পড় মারতে থাকে। পরে এক প্রবীণ ব্যক্তি খুব সম্ভবত প্রফেসর এসে তাঁদের থামান।ঠিক কী কারণে তাঁরা মারামারি করছিল জানা যায়নি।

(আরও পড়ুন: তাঁর হাতের খাবার মানে স্বর্গের স্বাদ! অ্যালার্জি প্রাণ কাড়ল মাইকেল চেয়ারেলোর)

দুটো ভিডিয়োই সমাজ মাধ্যমে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। পড়ুয়াদের এমন আচরণে অনেকেই অবাক হয়েছেন। মারামারির তীব্রতা দেখে অনেক নেটিজেনই প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের শিক্ষাদীক্ষা নিয়ে। কবাডি দলের মারামারি দেখে কেউ কেউ আবার মনে করিয়ে দিয়েছেন স্পোর্টসম্যান স্পিরিটের কথা। খবর, ওই দুই দলকেই পরে বাদ দেওয়া হয়েছে দল থেকে। কিন্তু ঠিক কী কারণে তা করা হয়েছে, জানায়নি আইআইটি কানপুর।