Amit Shah on cooperative movement: সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে ২৭ মাসে ৫৭ উদ্যোগ নেওয়া হয়েছে, জানালেন শাহ

দেশের ৬০ কোটি জনসংখ্যার আর্থিক উন্নতির অন্যতম মাধ্যম সমবায়। কিন্তু সেই সমবায় ব্যবস্থাই পুঁজির অভাবে ভোগে। তবে কেন্দ্র সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে গত ২৭ মাসে ৫৪টি উদ্যোগ নিয়েছে। সরবারহ করেছে পুঁজি। সোমবার একটি অনুষ্ঠানে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী অমিত শাহ।

সমবায় আন্দোলন দেশের জিডিপিতে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সে জন্য কেন্দ্র সদা তৎপর বলে জানিয়েছেন মন্ত্রী। ন্যাশনাল কোঅপারেটিভ ডেভলপমেন্ট কর্পোরেশনের (এনসিডিসি) ৮৯ তম সাধারণ পরিষদের সভায় বক্তব্য রাখছিলেন অমিত শাহ। সংস্থাটি বিভিন্ন সমবায় সংস্থাকে ঋণ ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা দিয়ে থাকে।

শাহ বলেন ২০২২-২৩ আর্থিক বর্ষে এনসিডিসি মাধ্যমে সমবায়গুলিকে ৪১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। যেখানে ২০২৩-১৪ অর্থবর্ষে এই অর্থ সাহায্যের পরিমাণ ছিল ৫,৩০০ কোটি টাকা।

(পড়তে পারেন। ‘২০২৪ সালে ক্ষমতায় এলেই সঙ্গে সঙ্গে মহিলা সংরক্ষণ বিল,’ বড় কথা জানিয়ে দিল কংগ্রেস)

তিনি মনে করিয়ে দেন, এনসিডিসি-র উদ্দেশ হল শুধুমাত্র মুনাফা করা নয়, সমবায় সংস্থাগুলির সার্বিক উন্নয়ন। তিনি জানান, প্রতি বছরে এক লক্ষ কোটি টাকা খবরের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আগামী তিন বছরের জন্য।

শাহ আরও বলেন, ‘কৃষকদের কথা মাথায় রেখে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করা হচ্ছে, কমপিউটার ব্যবস্থা ও অন্যান্য উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে ৩০ ধরনের ব্যবসার উন্নতির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,’জন ঔষুধি কেন্দ্র ও প্রধানমন্ত্রী কিসান সমৃদ্ধি কেন্দ্র এবং পানি সমিতি মতো সংস্থাগুলি গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।’ তিনি উদারহণ দিয়ে বলেন, পানি সমিতি গ্রামাঞ্চালে জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে পারে।