Cricket In Olympic Games Sport To Make Summer Olympics Return After 128 Years In 2028 Los Angeles Olympics

দুবাই : মাঝে ১২৮ বছর। ফের একবার গ্রেটেস্ট শো অন আর্থে অংশীদার হচ্ছে ক্রিকেট। অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেট ফের একবার স্থান পাচ্ছে বলেই খবর। ব্রিটেনের বেশ কিছু সূত্র বিশ্ব ক্রিকেটের সর্বময় নিয়ামক সংস্থা আইসিসি-র (ICC) সূত্র উদ্ধৃত করে যে তথ্য জানিয়েছে। ১৯০০ প্যারিস অলিম্পিক্সে একবারই মাত্র সুযোগ পেয়েছিল ক্রিকেট। তারপর থেকে অলিম্পিক্সে আর দেখা যায়নি ক্রিকেটকে। আগামী বছর প্যারিসে অলিম্পিক্স। যার আগে তার পরের অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত করার খবর সামনে এল। যা জানা যাচ্ছে, চূড়ান্ত সিলমোহর পড়া শুধু সময়েরই অপেক্ষা।

ঠিক কটি দলের খেলা হবে, তা নিয়ে এখনও ভাবনাচিন্তা জারি। সূত্রের খবর, অলিম্পিক্সে টি ২০ ফর্মাটের যুদ্ধই হতে পারে। কারণ, অলিম্পিক কমিটি (Olympic Committee) ইতিমধ্যে টি ১০ ফর্মাটের খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। পাশাপাশি এমন কোনও ফর্মাট তারা বেছে নিতে বলেছে, যেখানে বিশ্বকাপ আয়োজন হয় এবং যেখানে দর্শকদের টানটান উত্তেজনা পাওয়ার ভরপুর রসদ রয়েছে। আর এই দুটি প্রস্তাবের সুবাদেই একদিনের আন্তর্জাতিক ফর্মাটের বদলে সুযোগ বেড়েছে টি ২০-র। সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসেও দেখা গিয়েছিল, খেলা হয়েছিল কুড়ি ওভারের ফর্মাটেই। প্রসঙ্গত, ১৯০০ অলিম্পিক্সে ক্রিকেটের একটি মাত্রই ম্যাচ আয়োজিত হয়েছিল। ১২ জন করে যে ম্যাচে ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল গ্রেট ব্রিটেন। 

লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের সংযোজন প্রসঙ্গে আইসিসি-র চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, এলএ অলিম্পিক্সে ক্রিকেটের সমযোজন নিয়ে প্রস্তাব জমা পড়েছে। এটা চূড়ান্ত তালিকা না হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এক শতাব্দীরও বেশি সময় বাদে অলিম্পিক্সে ক্রিকেটের সংযোজনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপও।                               

                                                              

 

আরও পড়ুন- ধোনি বিশ্বকাপ জিতেছে, ওর কৃতিত্ব আমার চেয়েও বেশি, দরাজ প্রশংসায় সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial