Niranjan Jyoti: বিজেপি জমিদারদের পার্টি নয়, বিজেপি প্ল্যাটফর্মের চা বিক্রেতার দল: নিরঞ্জন জ্যোতি

বিজেপি জমিদারদের পার্টি নয়, বিজেপি প্ল্যাটফর্মের চা বিক্রেতার দল। ঝটিকা সফরে কলকাতায় এসে তৃণমূলের কটাক্ষকে এই ভাষাতেই জাবাব দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধিকা নিরঞ্জন জ্যোতি। সঙ্গে এদিন তিনি বলেন, ভারত একটা গণতান্ত্রিক দেশ, এটা কোনও স্বৈরতন্ত্র নয়।

এদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, ‘উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের সময় আমি মমতা দিদিকে বলেছিলাম, আসুন আপনি লড়ুন। ময়দানে নামান আপনার লোকেদের। আমরা সম্পূর্ণ নিরাপত্তা দেব। আর পশ্চিমবঙ্গে কেউ অন্য দলের পতাকা নিয়ে হাঁটলে তার ঘর জ্বালিয়ে দেওয়া হবে? কারগিলের সৈনিক এক যুবার বাড়ির প্রতিটা ইঁট খুলে নিয়েছে। বাসন ভেঙে দিয়েছে। তার বাড়িতে জ্বলন্ত সিলিন্ডার ছুড়ে মেরেছে। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই হয়। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, কোনও স্বৈরাচারী দেশ নয়’।

তৃণমূলের কটাক্ষের জবাবে তিনি বলেন, ‘আমাদের দলকে জমিদারদের পার্টি বলা হচ্ছে। আমাদের দল জমিদারদের দল নয়, প্ল্যাটফর্মের চা বিক্রেতার পার্টি হল বিজেপি। আমাদের সরকার গরিব মানুষকে সব দিয়েছে। আর আমাকে বলছে, আমি মিথ্যেবাদী? মহুয়া মৈত্র, যে দলে তুমি আছো মিথ্যার ভিত্তিভূমি থেকে তার উৎপত্তি’।

শনিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে রাজ্যকে দেওয়া কেন্দ্রীয় বরাদ্দের খতিয়ান তুলে ধরেন নিরঞ্জন জ্যোতি। দাবি করেন, UPA জমানার তুলনায় পশ্চিমবঙ্গকে কয়েক গুণ বরাদ্দ দিয়েছে মোদী সরকার।