ODI World Cup 2023: Shubman Gill Reportedly Admitted To Hospital In Chennai

চেন্নাই: বেশ কয়েকদিন ধরেই ডেঙ্গিতে আক্রান্ত শুভমন গিল (Shubman Gill)। ভারতীয় দল (Indian Cricket Team) আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য নয়াদিল্লি পৌঁছে গেলেও, চেন্নাইতেই ছিলেন শুভমন গিল। এবার ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্বেগ আরও বাড়ল। খবর অনুযায়ী, শুভমনকে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেঙ্গি আক্রান্ত হওয়ার কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে খেলতে পারেননি গিল। আফগান ম্যাচেও নেই তিনি। অবশ্য আশা করা হচ্ছিল সপ্তাহান্তে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তিনি ভারতীয় একাদশে ফিরতে পারেন। তবে বর্তমান রিপোর্ট অনুযায়ী চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। গিলের প্লেটলেট কাউন্ট অনেকটাই কমে গিয়েছে। সেই কারণেই নাকি ভারতীয় বোর্ড তাঁকে বাকি দলের সঙ্গে নয়াদিল্লি উড়ে যাওয়ার অনুমতি দেয়নি।

তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারতীয় দলের মেডিক্যাল দল। এই পরিস্থিতিতে এক শহর থেকে আর এক শহরে যাতায়াতের ধকল আরও ক্লান্ত, অবসন্ন করে তুলতে পারে পাঞ্জাবের তারকাকে। সেই কারণে শুভমন চেন্নাইয়েই রেখে দেওয়া হয়েছিল। কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছিল চণ্ডীগড়ে নিজের বাড়িতেও ফিরে যেতে পারেন তিনি। অবশ্য এমনটা হচ্ছে না বলে আগেই খবর ছিল।

এবার তাঁকে বাধ্য হয়েই হাসপাতালে ভর্তি করা হল। ভারতীয় দলের সঙ্গে যুক্ত কেউ কেউ মনে করছেন, শুভমনের মাঠে ফিরতে ফিরতে অন্তত ১৯ অক্টোবরের বাংলাদেশ ম্যাচ। শুভমনের অনুপস্থিতিতে ভারতের হয়ে কাকে ওপেন করতে দেখা যাবে? এক্ষেত্রে কিন্তু ঈশান কিষাণেরই পাল্লা ভারি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিনিই টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মার ওপেনিং পার্টনার হয়ে মাঠে নামতে পারেন। তিনি প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, তার উপরেই ফের একবার আস্থা রাখতে পারে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট।

তবে ইনফর্ম গিল না থাকলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচ জিততে তেমন কোনও সমস্যা হয়নি। মাত্র ১৯৯ রানে অস্ট্রেলিয়াকে অল আউট করার পরে ৫২ বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। টপ অর্ডারের ব্যর্থতা সত্ত্বেও, বিরাট কোহলি ও কেএল রাহুলের দুরন্ত ১৬৫ রানের পার্টনারশিপে ভর করে জয় পায় ভারত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার সমালোচনা মেনে নেওয়া কঠিন ছিল, ফর্মে ফিরে অকপট রাহুল