অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াবে, বিশ্বাস পন্টিংয়ের

ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়ে দারুণ শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। ২০০ রানের লক্ষ্য দেওয়ার পর ২ রানে স্বাগতিকদের তিন উইকেট তুলে নেন তাদের পেসাররা। কিন্তু বিরাট কোহলি ও লোকেশ রাহুল তাদের ওপর ছড়ি ঘুরিয়ে ভারতকে জেতান। আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে অজিরা ঘুরে দাঁড়াবে, বিশ্বাস সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের।

৬ উইকেটে ভারতের কাছে হারের ম্যাচে প্যাট কামিন্সের দলের পারফরম্যান্স সন্তুষ্ট করেনি পন্টিংকে। দ্বিতীয় ম্যাচেও তাদের কঠিন পরীক্ষা দিতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রানের রেকর্ড সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের মোমেন্টামে বাধা দিতে অস্ট্রেলিয়া দলে যথেষ্ট ভালো খেলোয়াড় আছে মনে করেন পন্টিং।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেছেন, ‘আমার কাছে মনে হয় ভারতের বিপক্ষে ওই ম্যাচে অস্ট্রেলিয়া তাদের সেরা অবস্থান থেকে অনেক পিছিয়ে ছিল। বিশ্বকাপে ২-০ তে পিছিয়ে থাকলে চলবে না। আমরা জানি টেবিলের শীর্ষে থেকে শেষ করা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও এই দলের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এটা খুব ভালো স্কোয়াড, খুব প্রতিভাবান সবাই। দলে অনেক অলরাউন্ডার আছে।’