Control Room: ইজরায়েলে রয়েছেন বহু ভারতীয়, ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খুলল ভারত, নম্বরগুলি জানুন – Control Room to monitor Israel

পেনাইজরায়েল ও প্যালেস্টাইনের পরিস্থিতির উপর নজর রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলল ভারত। এই কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য নাগরিকদের দেওয়া হবে বলে জানা গিয়েছে। খবর হিন্দুস্তান টাইমস সূত্রে। 

হামাস আগেই হামলা চালিয়েছিল ইজরায়েলের উপর। এবার ইজরায়েল পালটা হামলা চালানো শুরু করেছে। সব মিলিয়ে প্রায় ১২০০ ইজরায়েলির মৃত্যু হয়েছে। প্রায় ২৪০০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৯৫০জন প্যালেস্টাইনের বাসিন্দার মৃত্যু হয়েছে বলে খবর। 

তবে ইজরায়েলে থাকা ১৮০০০ ভারতীয়র মৃত্যুর খবর নেই। ওই ভারতীয়দের মধ্যে ৯০০ ভারতীয় পড়ুয়া, বয়স্কদের সহায়করা, ডায়মন্ডের ব্যবসায়ীরা, প্রযুক্তিবিদরা রয়েছেন। তবে তাদের দেশে ফিরিয়ে আনার এখনই পরিল্পনা নেই। কারণ সেখান থেকে কিছু বলা হয়নি। 

মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ইজরায়েল- প্যালেস্টাইনের পরিস্থিতি নিয়ে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনীয় তথ্য় ও সহায়তা দেওয়ার জন্য এটা করা হয়েছে। 

সেই কন্ট্রোল রুমের নম্বরগুলি জেনে নিন। 

1800118797 (toll free), +91-11 23012113, +91-11-23014104, +91-11-23017905 , +919968291988, 

ইমেল আইডি টা

[email protected]

অন্যদিকে তেল আভিভে ভারতীয় দূতাবাসের সঙ্গে  +972-35226748, +972-543278392 নম্বরে যোগাযোগ করতে পারেন।  তাদের মেল আইডি হল  [email protected]

রামাল্লাতে ভারতীয় দূতাবাসের কন্ট্রোল রুমের নম্বর হল +970-592916418 (WhatsApp-ও) 

email IDটা হল [email protected]

প্রয়োজনীয় সহায়তার জন্য এখানে ফোন করতেই পারেন। সেই সঙ্গেই ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ইজরায়েলে থাকা ভারতীয় নাগরিকরা সতর্ক থাকুন। স্থানীয় কর্তৃপক্ষ যে নির্দেশ করছে সেটা খেয়াল রাখুন। 

এদিকে নেপাল ও শ্রীলঙ্কার একাধিক অধিবাসীর মৃত্যু হয়েছে বলে খবর। 

শ্রীলঙ্কার ব্যুরো অফ ফরেন এমপ্লয়মেন্ট জানিয়েছে, শ্রীলঙ্কার এক মহিলা মিসিং রয়েছেন। মনে করা হচ্ছে তাঁর মৃত্যু হয়েছে।