Durga Puja in Kolkata: দুর্গাপুজোয় ১৭ হাজার বিদেশি পর্যটক আসতে পারেন কলকাতায়, অনুমান পর্যটন দফতরের

ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় বিদেশিদের কাছে আকর্ষণ বেড়েছে। পুজোর এবার বিদেশিদের ঢল নামতে পারে কলকাতায়। পর্যটন দফতরের অনুমান প্রায় ১৭ হাজার পর্যটক আসতে পারেন কলকাতায় ঠাকুর দেখতে।

এমনিতে কলকাতার দুর্গোৎসব বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু। তবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর আকর্ষণ আরও বেড়েছে। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী ১৭ হাজার পর্যটক এই উৎসেব অংশ নিতে পারেন। মহালয়া থেকে দেওয়ালি পর্যন্ত পাঁচ লক্ষ মানুষ অংশ নিতে পারেন এই উৎসবে।

পর্যটন দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ‘আমরা ইন্ডিয়ান অ্যাসোশিয়েশন অফ ট্যুর অপারেটর একটি কনভেনশনে প্রায় নয়শর কাছাকাছি ট্যুর অপারেটরের সঙ্গে কথা বলেছি। তার এ বছর বিদেশি পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করছে। ‘ তিনি জানান, রাজ্য সরকারও তৈরি ৬৫টি পুজো প্যাকেজ নিয়ে।

পূর্ব ভারতের হোটেল ও রেস্টুরেন্ট অ্যাসোশিয়েশনের সভাপতি সুরেশ পোদ্দার জানিয়েছেন, বিদেশি পর্যটক এলে থাকার কোনও সমস্যা হবে না। রাজ্য প্রায় ৫০ হাজারের মতো হোটেল রুম রয়েছে। তিনি জানান, ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর গত বছর থেকেই দুর্গা পুজোয় রাজ্যে বিদেশি পর্যটকদের ভিড় বেড়েছে।

(পড়তে পারেন। চা বাগানের মাঝে বসে চা পান,পর্যটকদের আকর্ষণ ডুয়ার্সের ‘টি লাউঞ্জ’)

পরিসংখ্যান বলছে, গত বছর প্রায় ১২ হাজার বিদেশি পর্যটক এসেছিলেন কলকাতায় পুজো দেখতে। এ বছর পর্যটন ব্যবসায়ীরা আরও ৪০ শতাংশ বেশি পর্যটক আশা করছেন।

ট্রাভেল এজেন্টদের বক্তব্য অনুযায়ী বিদেশি পর্যটকরা মূলত, আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড থেকে এসেছেন। এর মধ্যে বাংলাদেশে থেকে আসা পর্যটকরাও রয়েছে। তাঁরা অবশ্য সারাবছরই চিকিৎসা এবং ব্যবসা সংক্রান্ত কাজে আসেন। এক পর্যটন ব্যবসায়ী জানিয়েছেন, কানাডা থেকেও পুজোর সময় বুকিং হয়েছিল। তবে ভারত-কানাডা সম্পর্কের অবনতি হওয়ায় অনেকেই ভ্রমণ বাতিল করছেন।