ED summons Abhishek Banerjee’s wife: ইডির দফতরে হাজিরা অভিষেক পত্নীর, জিজ্ঞাসাবাদে থাকছেন ৩ আধিকারিক

নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার অভিষেক পত্নী রুজিরা বন্দোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল ইডি। সেই মতোই সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দিলেন রুজিরা। আজ বুধবার তাঁকে ১০ টা থেকে ১১ টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। সেই সময়ের মধ্যেই এদিন ৯ টা ৫৮ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক জায়া । সেখানে পৌঁছনর পর তিনি চলে যান সিজিও কমপ্লেক্সের ৬ তলায় ইডির দফতরে।  উল্লেখ্য, ইডির তলবে রুজির সাড়া দেবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে এদিন রুজিরা হাজিরা দেওয়ায় সেই জল্পনার অবসান হল।

আরও পড়ুন: গোপনীয়তার অধিকার খর্ব হচ্ছে, আদালতের কাছে রক্ষাকবচ চাইলেন রুজিরা

নিয়োগ দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের জন্য গত সপ্তাহেই রুজিরাকে সমন পাঠিয়েছিল ইডি। এদিন সকাল থেকে সিজিও কমপ্লেক্সে মোতায়েন ছিল পুলিশ। আশেপাশের রাস্তা ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল। পুলিশকে এদিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্স চত্বরে যান নিয়ন্ত্রণ করতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন রুজিরা। যদিও কয়লা পাচার মামলায় এর আগে তিনি দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন। উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা আমিত বন্দ্যোপাধ্যায়ের মতো রুজিরাও একসময় লিপ্স এন্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন। সেই সূত্রে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। এছাড়া এর আগে লিপ্স এন্ড বাউন্ডসে তল্লাশি চালিয়ে বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাশাপাশি এর আগেও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের সূত্র ধরেই রুজিরাকে ডেকে পাঠায় কেন্দ্রীয় সংস্থা।

অভিষেকের মা-বাবাকেও লিপস অ্যান্ড বাউন্ডসের মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। এর জন্য তাদের ডেকে পাঠানোও হয়েছিল। কিন্তু তাঁরা হাজিরা এড়িয়ে ছিলেন এর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ডেকে ছিল ইডি। কিন্তু তিনিও দিল্লিতে কর্মসূচির জন্য ইডির দফতরে হাজিরা দেননি। জানা গিয়েছে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডির ৩ জন আধিকারিক থাকবেন। যার মধ্যে একজন থাকবেন মহিলা। এর আগের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশে ইডিকে ২০০০ পাতার নথি পাঠিয়েছিলেন। সেক্ষেত্রে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হতে পারে। কোম্পানির ডিরেক্টর থাকার সময় কীভাবে তিনি পুরো প্রক্রিয়া চালাতেন? মূলত সেই সমস্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পরে তা খতিয়ে দেখা হবে।