Mohammed Siraj | IND vs AFG: লজ্জার রেকর্ডে চলে গেলেন চারে! দিল্লিতে চরম দুর্দিন বিশ্বের এক নম্বরের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দাপুটে জয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India)।  কাপযুদ্ধে প্রথম ম্যাচে ভারত ছয়ে উইকেটে দারুণ জয় পেয়েছিল চিপকে। ভারত বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলছে আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG, World Cup 2023)। বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) যে পারফরম্যান্স দিলেন, তার জন্য় বিশ্বের এক নম্বর বোলারের নাম লেখা হয়ে গেল বিশ্বকাপের ইতিহাসে। তবে এই পরিসংখ্যান সিরাজ ভুলে যেতে চাইবেন। কারণ এই রেকর্ড লজ্জার।

আরও পড়ুন: WATCH | IND vs AFG: ঘরের ছেলের নাচে, ‘বার্থ ডে বয়’-এর উদযাপনে মাতল রাজধানী!

এদিন টস জিতে হাশমাতুল্লাহ শাহিদির দল প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক হাশমাতুল্লাহ (৮৮ বলে ৮০) ও আজমাতুল্লাহ ওমরজাইয়ের (৬৯ বলে ৬২) চওড়া ব্য়াটে ভর করে আফগানরা নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ২৭২ রান তোলে। ভারতের হয়ে জসপ্রীত বুমরা তুলে নিয়েছেন চার উইকেট। দুই উইকেট নিয়েছেন হার্দিক। একটি করে উইকেট শার্দূল ঠাকুর ও কুলদীপ যাদবের। এদিন ৯ ওভারে ৭৬ রান হজম করলেন সিরাজ। পাননি একটিও উইকেট। বিশ্বকাপের পরিসংখ্যান বলছে, কাপযুদ্ধের ইতিহাসে সবচেয়ে বেশি রান হজম করা স্পেল রয়েছে যে ভারতীয় বোলারদের, সেই তালিকায় সিরাজ চলে এলেন চারে। 

এই তালিকায় শীর্ষে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। ২০১৯ বিশ্বকাপের ৩০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে চাহাল ১০ ওভার বল করে দিয়েছিলেন ৮৮ রান। সেদিন বার্মিংহ্যামে তিনি পাননি একটি উইকেটও। ফাস্টবোলারদের মধ্যে যদিও এই রেকর্ড রয়েছে জাভাগাল শ্রীনাথের। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত খেলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শ্রীনাথ ১০ ওভার বল করে দিয়েছিলেন ৮৭ রান। পাননি একটিও উইকেট। ২৩ মার্চ হয়েছিল কাপযুদ্ধের ফাইনাল। বলতে হবে কারসন ঘাউড়ির কথা। ১৯৭৫ সালের বিশ্বকাপে তাঁর পরিসংখ্যানও ইতিহাসে লেখা রয়েছে। লর্ডসে ঘাউড়ি ১১ ওভার বল করে ৮৩ রান দিয়েছিলেন। পাননি কোনও উইকেট। 

সিরাজ একাই ভারতকে জিতিয়েছেন এশিয়া কাপ। ফাইনালে সিরাজের আগুনে স্পেলে ভস্মীভূত হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। ২১ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন সিরাজ। এরপরেই ফাইনালের নায়ক বিরাট পুরস্কার পেয়েছিলেন। আইসিসি জানিয়ে দিয়েছিল যে, সিরাজই বিশ্বের এক নম্বর বোলার। তিনি অজি পেসার জোশ হ্য়াজেলউডের সিংহাসন কেড়ে নিয়েছিলেন। সিরাজের ঝুলিতে চলে এসেছিল ৬৯৪ পয়েন্ট। হ্য়াজেলউডের ছিল ৬৭৮ পয়েন্ট। তিনে ছিলেন কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট, চারে আফগানিস্তানের মুজিব উর রহমান ও পাঁচে মুজিবের সতীর্থ রশিদ খান। প্রথম দশে ছিলেন আরেক ভারতীয়। আইসিসি-র ক্রমতালিকায় নয়ে ছিলেন দেশের একমাত্র চায়নাম্য়ান বোলার কুলদীপ যাদব।

আরও পড়ুন: WATCH | IND vs AFG: ঘরের ছেলের নাচে, ‘বার্থ ডে বয়’-এর উদযাপনে মাতল রাজধানী!
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)