Operation Ajay: এবার অপারেশন অজয়, ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে বিশেষ অভিযানে নামছেন মোদী

ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগী হল ভারত। এনিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, এবার হবে অপারেশন অজয় । আমাদের নাগরিকরা যাঁরা দেশে ফিরতে চাইছেন তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে। স্পেশাল চার্টার ফ্লাইট ও অন্যান্য ব্যবস্থা করা হচ্ছে। আমাদের নাগরিক যারা বিদেশে রয়েছেন তাদের সুরক্ষা ও ভালো রাখার জন্য আমরা দায়বদ্ধ।

খবর এএনআই সূত্রে। এদিকে বিদেশমন্ত্রীর এই আশ্বাসে দেশের বহু পরিবারে স্বস্তি নেমে এসেছে। ঠিক এভাবেই একদিন ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরৎ এনেছিল ভারত। তাঁরা যাতে নিরাপদে নিজের দেশে ফেরত আসতে পারেন তার সব ব্যবস্থা করা হয়েছিল দেশের তরফে। এবার হবে অপারেশন অজয়।

ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের ফেরত আনতে তৎপর দেশ। এমনকী হামাস হামলায় কার্যত ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে দেশ। এবার হবে অপারেশন অজয়।

 

হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে জানা গিয়েছে, ইজরায়েলে থাকা ১৮০০০ ভারতীয়র মৃত্যুর খবর নেই। ওই ভারতীয়দের মধ্যে ৯০০ ভারতীয় পড়ুয়া, বয়স্কদের সহায়করা, ডায়মন্ডের ব্যবসায়ীরা, প্রযুক্তিবিদরা রয়েছেন।

মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ইজরায়েল- প্যালেস্টাইনের পরিস্থিতি নিয়ে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনীয় তথ্য় ও সহায়তা দেওয়ার জন্য এটা করা হয়েছে।

সেই কন্ট্রোল রুমের নম্বরগুলি জেনে নিন।

1800118797 (toll free), +91-11 23012113, +91-11-23014104, +91-11-23017905 , +919968291988,

ইমেল আইডি টা

[email protected]

অন্যদিকে তেল আভিভে ভারতীয় দূতাবাসের সঙ্গে +972-35226748, +972-543278392 নম্বরে যোগাযোগ করতে পারেন। তাদের মেল আইডি হল [email protected]

রামাল্লাতে ভারতীয় দূতাবাসের কন্ট্রোল রুমের নম্বর হল +970-592916418 (WhatsApp-ও)

email IDটা হল [email protected]

প্রয়োজনীয় সহায়তার জন্য এখানে ফোন করতেই পারেন।

এদিকে প্রথমদিকে ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল হামাস জঙ্গিরা। এবার পালটা আঘাত হানতে শুরু করে ইজরায়েল। গাজার বহু এলাকাকে কার্যত গুড়িয়ে দিয়েছে ইজরায়েল।