World Cup 2023: Doubtful For Pakistan Game, Shubman Gill To Reach Ahmedabad On Wednesday

আমদাবাদ: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন তিনি। বিশ্বকাপে এখনও পর্যন্ত অভিষেক হয়নি শুভমন গিলের (Subhman Gill)। অস্ট্রেলিয়ার (Australia) পর আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে ম্যাচেও মাঠের বাইরেই থাকতে হয়েছে ডানহাতি তরুণ এই ভারতীয় ওপেনারকে। আগামী ১৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচেও খুব সম্ভবত থাকছেন না গিল। তবে আজই আমদাবাদ পৌঁছনোর কথা তরুণ এই ব্যাটারের। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ”গিল এখন একদম সুস্থ রয়েছেন। বুধবারই চেন্নাই থেকে আমদাবাদের উদ্দেশে রওনা দিচ্ছে সে। তবে বৃহস্পতিবার মোতেরাতে গিল আদৌ অনুশীলন সারবেন কি না তা এখনও বলা সম্ভব নয়। দ্রুত শারীরিকভাবে ফিট হয়ে উঠছে গিল। তবে পাকিস্তানের বিরুদ্ধে ওকে পাওয়া যাবে কি না তা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।”

গিলের শরীর অত্যন্ত দুর্বল হওয়ায় তাঁকে চেন্নাইতেই রেখে দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে রবিবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গিলের প্লেটলেট কমে ৭০ হাজার হয়ে গিয়েছিল। তবে তাঁর পরিস্থিতি তেমন উদ্বেগজনক নয়, বিসিসিআই সূত্রে খবর ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবারই তিনি কিছু পরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পান।

এদিকে, বিশ্বকাপে এক ম্যাচ খেলেই ফের ধাক্কা খেলেন আর অশ্বিন। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচেই বাদ পড়লেন তামিলনাড়ুর অফস্পিনার। তাঁর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ দেওয়া হল শার্দুল ঠাকুরকে।

একটা সময় বিশ্বকাপে তাঁর খেলা নিয়েই ছিল প্রশ্ন। কারণ, সম্ভাব্য দলে অশ্বিনকে রাখেননি নির্বাচকেরা। কিন্তু বাঁহাতি স্পিনার অক্ষর পটেল চোট পাওয়ায় শেষ মুহূর্তে দলে সুযোগ পান অশ্বিন। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় একাদশেও ছিলেন তিনি। সেই ম্যাচে একটি উইকেটও নেন। ১০ ওভারে ১টি মেডেন সহ মাত্র ৩৪ রান খরচ করেন অশ্বিন। ক্যামেরন গ্রিনকে ফিরিয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচেই প্রথম একাদশ থেকে জায়গা হারালেন অশ্বিন। 

বিশ্বকাপে ভারতের প্রাথমিক দলে স্পিনার হিসাবে রাখা হয়েছিল কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলকে। যে দল দেখে সমালোচনার ঝড় উঠেছিল। বলা হয়েছিল, তিনজনই বাঁহাতি স্পিনার দলে কেন? এ-ও বলা হয়েছিল যে, প্রত্যেক দলে যখন বাঁহাতি ব্যাটার রয়েছে, তখন কেন একজন অফস্পিনার সুযোগ পাবেন না? অক্ষর চোট পাওয়ায় তারপর সুযোগ পান অশ্বিন। যা দেখে খুশি হয়েছিলেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তবে এক ম্যাচ খেলার পরই ফের রিজার্ভে বসতে হচ্ছে অভিজ্ঞ এই অফস্পিনারকে।