World Cup 2023: What Rohit Sharma Says After His Match Winning Knock Against Afganistan

নয়াদিল্লি: আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান হাঁকিয়েছেন রোহিত শর্মা। ১৩১ রানের ইনিংসে ছিল ১৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। বিশ্বকাপের মঞ্চে ভারতীয়দের মধ্যে সর্বাধিক সাতটি শতরানের মালিক এখন হিটম্যান। দলকে জিতিয়ে মাঠ ছাড়ার পর ভারত অধিনায়ক বলছেন, ”ব্যাটিং করার জন্য় একদম ভাল পিচ ছিল। আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলেছি। আমি জানতাম একটা সময় উইকেট অনেক সহজ হয়ে যাবে। বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি পাওয়ার অনুভূতিই আলাদা। তবে আমি নিজের সাত নম্বর সেঞ্চুরি এটি, এই সব নিয়ে বেশি ভাবিনি। নিজের ফোকাস নষ্ট হোক কখনও চাইনি।” 

হিটম্যান আরও বলেন, ”আমি এমন আক্রমণাত্মক মেজাজেই ব্যাটিং করে থাকি রান তাড়া করতে নামার সময়। সেক্ষেত্রে কখনও সফল হই, বা কখনও ব্যর্থ হই। কিন্তু এমন মেজাজেই ব্যাটিং করাটা পছন্দ করি আমি। কিন্তু একটা বিষয়ে নিশ্চিত থাকার চেষ্টা করি যে শুরু থেকেই বোলারদের ওপর চাপ তৈরি করতে হবে।”

উল্লেখ্য, নিজের ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৩১ তম শতরান হাঁকিয়ে ফেললেন রোহিত এদিন। টপকে গেলেন রিকি পন্টিংকে। বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক ৩০টি সেঞ্চুরির মালিক ওয়ান ডে ফর্ম্যাটে। রোহিত এখন শুধুমাত্র সচিন ও বিরাটের পরই জায়গা করে নিয়েছেন। সচিনের ঝুলিতে ৪৯টি ও বিরাটের ঝুলিতে ৪৭টি শতরান রয়েছে। বিশ্বকাপের মঞ্চে এটি ছিল রোহিতের সপ্তম শতরান। ২০১৫ বিশ্বকাপে একটি শতরান করেছিলেন। গত বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে হাঁকিয়েছিলেন পাঁচটি সেঞ্চুরি। যা কোনও একটি বিশ্বকাপের আসরে যে কোনও ব্যাটারের হাঁকানো সর্বাধিক সেঞ্চুরি ছিল। এবার আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন। মোট সংখ্যা ৭। টুর্নামেন্টের ইতিহাসে যে কোনও ব্যাটারের সর্বাধিক ব্যক্তিগত সেঞ্চুরি। এই তালিকায় সচিন তেন্ডুলকর ৬টি শতরান করে এতদিন শীর্ষে ছিলেন। এদিন মাত্র ৬৩ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছন রোহিত। আর তার সঙ্গে সঙ্গেই ভারতীয় ব্যাটারদের মধ্যে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের মালিকও হয়ে গেলেন ডানহাতি এই ব্যাটার। 

রোহিত এদিন টেক্কা দিলেন ক্রিস গেলকেও। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৫৫৩টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় এতদিন শীর্ষে ছিলেন ইউনিভার্সাল বস ক্রিস গেল। তাঁকেও টেক্কা দিয়ে হিটম্যান এখন সবার আগে এই তালিকায়। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১৩১ রানের ইনিংস খেলার পর রোহিতের ঝুলিতে বর্তমানে ৫৫৬টি ছক্কা।