একগুচ্ছ কর্মসূচি নিয়ে নামছেন অভিষেক, দেবীপক্ষে হতে চলেছে দেদার জনসংযোগ

আর হাত মাত্র একসপ্তাহ বাকি। দুর্গাপুজোর মুখে ব্যাপক জনসংযোগে নামছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাকে একপ্রকার ওয়ার্ম–আপ বলা যেতে পারে। কারণ তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে সদর্থক ভূমিকা না নিলে আন্দোলন আবার শুরু হবে। আর এবার দেবীপক্ষের মধ্যে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে নিবিড় জনসংযোগে নামছেন সাংসদ। আগামী ১৬, ১৭, ১৮, ১৯ অক্টোবর নিজের লোকসভা কেন্দ্রে একগুচ্ছ কর্মসূচি নিয়ে নামছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর আগে বস্ত্র বিতরণ কর্মসূচি করবেন তিনি।

এদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, প্রত্যেকদিন দু’টি করে কর্মসূচি নিয়ে শুরু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ। তাছাড়া বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আবার ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া আছে কেন্দ্রীয় সরকারকে। এবার আরও বড় আন্দোলন হবে। নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটা যদি ঘটে তাহলে লোকসভা নির্বাচনের আগে তোলপাড় হয়ে যাবে গোটা দেশ। এছাড়া শারদোৎসবে বস্ত্র বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে আরও নিবিড় জনসংযোগে জোর দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অন্যদিকে দু’‌দিন পরই মহালয়। তখন থেকেই শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষ। আর দেবীপক্ষে আগামী সপ্তাহের শুরু থেকেই ডায়মন্ডহারবারে ব্যাপক জনসংযোগে নামছেন অবিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকায় এই কর্মসূচি নেওয়া হবে। প্রত্যেকদিন দু’টি করে কর্মসূচি নেওয়া হবে। সুতরাং চারদিনে মোট আটটি কর্মসূচি করা হবে। প্রত্যেকটি বিধানসভা এলাকা পিছু প্রায় ৬–৭ হাজার মানুষকে বস্ত্র বিতরণ করবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:‌ ‘‌বিজেপি গোলমাল করতে পারে’‌, দুর্গাপুজোয় মন্ত্রীদের এলাকায় থাকার নির্দেশ মমতার

আর কী জানা যাচ্ছে?‌ তবে এটাই প্রথম নয়। আগেও নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত নানা এলাকায় একাধিক পদক্ষেপ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন কর্মসূচি তিনি সফলভাবে করেছেন। করোনাভাইরাসের সময় মডেল কেন্দ্র গড়ে তুলেছিলেন ভ্যাকসিন প্রত্যেকটি মানুষকে দিয়ে। তারপর এখানে ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি ইতিমধ্যেই ব্যাপক সাফল্য পেয়েছে। অভিষেকের ‘ডায়মন্ডহারবার মডেল’ গোটা রাজ্যেই চমক ফেলেছিল। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্যজুড়ে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিও দারুণভাবে সফল হয়েছিল। যা পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে প্রকাশ পেয়েছে।