Abhijit Ganguly: ফের খারিজ অভিজিৎ গাঙ্গুলির নির্দেশ, পদে ফিরলেন যোগেশচন্দ্র ল’ কলেজের অধ্যক্ষ

ফের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। এবার যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে ডিভিশন বেঞ্চের মন্তব্য, শুধুমাত্র ফোনে কথা বলে অধ্যক্ষকে অপসারণের নির্দেশ না দিলেই ভালো করত সিঙ্গল বেঞ্চ।

গত শুক্রবার যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ সুনন্দ ভট্টাচার্য গোয়েঙ্কাকে অপসারণের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর অধ্যক্ষপদে থাকার পর্যাপ্ত যোগ্যতা নেই। একই সঙ্গে অধ্যক্ষের ঘর সিল করে দিতে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অচিনা কুন্ডু নামে কলেজের আরেক অধ্যাপককে অপসারণ করেন তিনি। নির্দেশ দেন ২ জনই আর কলেজে ঢুকতে পারবেন না।

ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন সুনন্দাদেবী ও অচিনাদেবী। সেই মামলার শুনানিতে বুধবার তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ অধ্যক্ষকে ফের স্বপদে নিয়োগের নির্দেশ দেন। সঙ্গে জানান, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে আদালত নিযুক্ত আধিকারিক অধ্যক্ষের ঘরের সিল খুলে দেবেন। অবাধে কলেজে প্রবেশ করতে পারবেন অধ্যক্ষ ও অধ্যাপক। এদিন ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, সিঙ্গল বেঞ্চের বিচারপতি ফোন কলের মাধ্যমে অধ্যক্ষকে অপসারণের সিদ্ধান্ত না নিলেই ভালো করতেন। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলার শুনানি করতে পারবেন বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

বলে রাখি, যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্যের বিরুদ্ধে শিক্ষা দফতর একাধিকবার দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছিল। কলেজের গভর্নিং বডির সভাপতিকে লেখা সেই চিঠি পৌঁছে যেত গভর্নিং বডির সচিবের কাছে। আর সচিব ছিলেন অধ্যক্ষ স্বয়ং। ফলে সেই নির্দেশ কোনও দিন কার্যকর হয়নি। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে এর সিবিআই তদন্তের নির্দেশ দিতে হতে পারে বলে জানান তিনি।