Amit Shah: সব জল্পনার অবসান, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে সোমবার কলকাতায় আসছেন শাহ

দীর্ঘ অনিশ্চয়তার পর দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাজ্য বিজেপির তরফে এমনই জানানো হয়েছে। সোমবারই কলকাতায় আসছেন শাহ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের উদ্বোধন করবেন তিনি। এবার সেখানে মণ্ডপ সাজানো হয়েছে অযোধ্যায় নির্মিয়মান রাম মন্দিরের আদলে।

শাহ কলকাতায় আসছেন কি না তা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে বিভ্রান্তি তৈরি হয়। বিজেপি সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকায় পুজো উদ্বোধনে আসতে পারবেন না শাহ। তাঁর জায়গায় আসবেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। এর পরই শাহের দফতরে তদ্বির শুরু করেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর প্রধান উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ। অবশেষে সাড়া দেয় শাহের দফতর। জানান, সোমবার কলকাতায় পুজো উদ্বোধনে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী। ওই দিন বিকেল সাড়ে চারটেয় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের উদ্বোধন করবেন তিনি।

গতবার লেবুতলা পার্কের থিম ছিল লাল কেল্লা। লাল কেল্লার ওপর লাইট অ্যান্ড সাউন্ডের খেলা দেখতে হাজির হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। ভিড়ের নিরিখে দক্ষিণ কলকাতাকে হার মানিয়ে দিয়ে উত্তরের এই পুজো। এর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে কলকাতা পুলিশ। এর পর সজল ঘোষ অভিযোগ করেন, দক্ষিণ কলকাতায় তৃণমূল নেতাদের পুজোয় ভিড় কমে যাচ্ছে বলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

এবার সেখানে থিম রাম মন্দির। অযোধ্যার রাম মন্দিরের আদলে সাজানো হয়েছে মণ্ডপ। সজল ঘোষের আশা, গত বছরের ভিড়কেও হার মানাবে এবারে জনতার ঢল। আর সোমবার সেই পুজোরই উদ্বোধন হবে শাহের হাতে।