ODI World Cup 2023: Rahul Dravid Went Straight To Narendra Modi Stadium For Pitch Inspection After Landing In Ahmedabad

আমদাবাদ: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই বিশ্বকাপের (ODI World Cup 2023) সবথেকে প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (IND vs PAK)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ। ইতিমধ্যেই ভারত ও পাকিস্তান, দুই দলই ম্যাচের আগে আমদাবাদে পৌঁছে গিয়েছে। সেখানে পৌঁছেই সরাসরি স্টেডিয়ামে পৌঁছে গেলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাঝেই বিশ্বকাপের ব্রডকাস্টার স্টার স্পোর্টসের তরফে একটি ফুটেজ দেখানো হয়। উল্লেখিত সেই ফুটেজে রাহুল দ্রাবিড়কে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ পর্যবেক্ষণ করতে দেখা গেল। খবর অনুযায়ী আমদাবাদ নেমেই সরাসরি মাঠে পিচ দেখতে ছুটে যান ভারতীয় দলের কোচ। তিনি বেশ খানিকটা সময় পিচ প্রস্তুতকারকদের সঙ্গে কথাও বলেন বলে খবর। শনিবার, ১৪ অক্টোবর মহাদ্বৈরথে পিচেকর চরিত্র কেমন হতে চলেছে, সম্ভবত তাঁর পূর্বাভাস পেতেই পিচ প্রস্তুতকারকদের সঙ্গে কথা বলেন দ্রাবিড়।

এই ম্যাচের আগে ভারতীয় শিবিরে সুখবর। ডেঙ্গির আক্রান্ত হওয়ায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি শুভমন গিল। গত রবিবার, তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষার পর তাঁকে সোমবারই ছেড়ে দেওয়া হয়। তিনি এতদিন চেন্নাইয়েই ছিলেন। তবে বুধবার বাকি ভারতীয় দল আমদাবাদ পৌঁছনোর আগেই তরুণ ভারতীয় ওপেনার সেখানে পৌঁছে গিয়েছিলেন।

বৃহস্পতিবার গিল অনুশীলনেও নেমে পড়লেন। গিলের বন্ধু ঈশান কিষান আফগানিস্তান ম্যাচের পর জানিয়েছিলেন তাঁর বন্ধুর ফিটনেস দারুণ এবং দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠছেন। কিষাণ বলেছিলেন, ‘ও সুস্থ হচ্ছে, চিন্তার কোনও কারণ নেই। দ্রুতই ফিরবে ও। সাম্প্রতিক সময়ে ও নিজের ফিটনেসের উপর প্রচুর কাজ করেছে। ওর ফিটনেসের জন্যই আর পাঁচজন সাধারণ মানুষের থেকে এই অসুখ থেক দ্রুত সুস্থ হচ্ছে ও। দ্রুতই ওকে ভারতের জার্সিতে খেলতে দেখা যাবে।’

কিষাণের কথামতোই সকলকে চমকে দিয়ে দ্রুতই সুস্থ তো বটেই, এমনকী অনুশীলনেও নেমে পড়লেন গিল। ফলত যেখানে এক সময় গিলের বিশ্বকাপ খেলা নিয়েই প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল, সেখানে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর মাঠে নামার সম্ভাবনাও দেখছেন অনেকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ডেঙ্গির প্রভাব এবার কমেন্ট্রিবক্সেও, ভারত-পাকিস্তান ম্যাচে নেই তারকা ধারাভাষ্যকার