Sri Lanka debt deal: ধার মেটানো নিয়ে চিনের সঙ্গে বড় বোঝাপড়া করল শ্রীলঙ্কা, আসল কারণটা কী?

ধার মেটানো নিয়ে এবার চিনের সঙ্গে বড় ডিলে যাচ্ছে শ্রীলঙ্কা। আর্থিক সংকটে একেবারে জর্জরিত একটা দেশ। সেটা থেকে মুক্ত হওয়ার জন্য তবে কি চিনের সঙ্গে বোঝাপড়ার রাস্তায় যাচ্ছে শ্রীলঙ্কা?

বুধবার এনিয়ে তাদের অর্থমন্ত্রক একটি বিবৃতি জারি করেছে, শ্রীলঙ্কার সরকার এটা জানাচ্ছে যে ধার মেটানো নিয়ে চিনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্কের সঙ্গে একটা বড় ব্যবস্থাপনা করা হচ্ছে।

এদিকে শ্রীলঙ্কা ৪৬ বিলিয়ন মার্কিন ডলার ধার করেছিল। তার মধ্য়ে ৫২ শতাংশই হল চিনের। এদিকে এই নয়া চুক্তিতে বলা হচ্ছে ৪.২ বিলিয়ন বকেয়া ধার মেটানো যেতে পারে। সেই সঙ্গে দীর্ঘমেয়াদি ভিত্তিতে ধার মেটানোর যে ব্যবস্থা রয়েছে সেটা ধাপে ধাপে মেটানো হতে পারে। এর মাধ্যমে অর্থনৈতিক মন্দা কাটার রাস্তার তৈরি হতে পারে।

শ্রীলঙ্কার তরফ থেকে জানানো হয়েছে, দেশের এই ঋণগ্রস্ত অবস্থাটা বুঝে সমর্থন করার জন্য ওদের ধন্যবাদ।

এদিকে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছিল শ্রীলঙ্কা। তার জেরে সেই দেশে মারাত্মক পরিস্থিতি তৈরি হয়। শ্রীলঙ্কায় গচ্ছিত বিদেশি মুদ্রার ভাণ্ডার একেবারে তলানিতে যায়। অর্থনৈতিক সমস্য়ায় জর্জরিত মানুষ একেবারে রাস্তায় নেমে পড়ে। বিভিন্ন জায়গায় ক্রমাণ্বয়ে বিক্ষোভ চলতে থাকে।

এরপর থেকেই কার্যত বিভিন্ন দেশের কাছে হাত পাততে শুরু করে শ্রীলঙ্কা। বুধবার শ্রীলঙ্কার অর্থ প্রতিমন্ত্রী রঞ্জিত সিয়ামবালাপিটিয়া জানিয়েছেন, শ্রীলঙ্কা যে ধার নিয়েছিল সেটার গঠনটার বদল করা নিয়ে চিন যে নিশ্চিত করেছে তা শ্রীলঙ্কার পক্ষে ভালো।

তবে এবার প্রশ্ন উঠছে চিন কেন শ্রীলঙ্কার ধার মেটানোর ক্ষেত্রে শর্ত সহজ করছে বা এত ধার দিয়েছিল শ্রীলঙ্কাকে? সেই প্রশ্নটাও নানা মহলে উঠতে শুরু করেছে।