Suvendu Adhikari: পশ্চিমবঙ্গেও গাজ়া আছে, সেখানেও কার্পেট বম্বিং দরকার, ঠিকানা বলে দিলেন শুভেন্দু

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘পশ্চিমবঙ্গের গাজ়া’ বলে উল্লেখ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী গাজ়ার মতো সেখানেও ‘কার্পেট বম্বিং দরকার’ বলে মন্তব্য করলেন তিনি। বৃহস্পতিবার নন্দীগ্রামের ভেকুটিয়ায় নদীবাঁধ পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। শুভেন্দুর মন্তব্যে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী কখনও বিশেষণ প্রয়োগে কার্পণ্য করেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ও অধ্যাপকরা ছাত্রদের আচরণের প্রতিবাদে বুধবার রাত থেকে ধরনায় বসেছেন। সেই ধরনা নিয়ে প্রতিক্রিয়া চাইলে শুভেন্দুবাবু বলেন, ‘ওটা আমাদের একটা গাজা। এই যে ফিলিস্তিন আর ইজ়রায়েলের কী চলছে না। গাজা স্ট্রিপ আছে না। যাদবপুরটা হচ্ছে আমাদের কলকাতা আর পশ্চিমবঙ্গের গাজা। ওখানেও কারপেট বম্বিংয়ের দরকার আছে। এটা গণতান্ত্রিকভাবে হবে না অন্য ভাবে হবে সেটা কর্তৃপক্ষ ঠিক করবে’।

বলে রাখি, ছাত্রদের আচরণের প্রতিবাদে বুধবার রাত থেকে প্রশাসনিক ভবনের সামনে ধরনায় বসেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধবেব সাউ, রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু সহ অধ্যাপকরা। তাঁদের অভিযোগ, ছাত্ররা অধ্যাপকদের গান পয়েন্টে রেখে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যা খুশি তাই করছে। যার ফলে বিশ্ববিদ্যালয় পরিচালনা অসম্ভব হয়ে উঠেছে।