Israeli Diplomat stabbed in China:ইজরায়েলি কূটনীতিবিদকে দিনে দুপুরে চিনের রাস্তায় ছুরির কোপ! ভিডিয়ো ঘিরে উদ্বেগ

ইজরায়েল বনাম হামাসের যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য। বারুদ, রক্ত, আর্তনাদে ভরে গিয়েছে এলাকা। কেউ খুঁজে চলেছেন, ধ্বংসস্তূপ থেকে স্বজন, কেউ খিদের তাড়নায় দিশেহারা। এই পরিস্থিতিতে ইজরায়েল বনাম হামাসের যুদ্ধের প্রভাব এসে পড়ল এশিয়াতেও। এদিন এক ভাইরাল ভিডিয়ো ক্লিপে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, ইজরায়েলের এক নাগরিককে চিনে ভরা রাস্তায় ছুরির কোপে বিদ্ধ করছে এক ব্যক্তি। জানা যাচ্ছে, পরিচিতির দিক থেকে ওই ব্যক্তি ইজরায়েলের কূটনীতিবিদ, যিনি চিনে কর্মরত।

এক ভাইরাল হওয়া ভিডিয়ো ঘিরে গোটা ঘটনা উঠে আসে। ঘটনা চিনের রাজধানী বেজিংয়ের। সেখানে দিনে দুপুরে ভরা রাস্তায় এক ব্যক্তিকে ছুরির কোপ বসানোর মতো ঘটনা ঘটে গিয়েছে। কেন তাঁকে মারধর করা হল, তা নিয়ে রয়েছে জল্পনা। তবে যে ব্যক্তি তাঁকে মারধর করছে বলে দেখা যায় ভিডিয়োতে, সে নিজেও মধ্যপ্রাচ্যের ব্যক্তি বলে খবর। প্রশ্ন উঠছে চিনে ভিন দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে। ভিন দেশ থেকে চিনে আসা নাগরিকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, যে ব্য়ক্তিকে ছুরিকাঘাত করা হচ্ছে তিনি পরিচিতির নিরিখে একজন ইজরায়েলি কূটনীতিবিদ। প্রশ্ন উঠছে এই ঘটনার পর তাহলে কি কোনও পদক্ষেপ নিতে চলেছে ইজরায়েল? এছাড়াও চিনে ভিনদেশের কূটনীতিবিদদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। এদিকে, ইজরায়েল হামাস যুদ্ধে উত্তার মধ্যপ্রাচ্য। ইতিমধ্যেই ২২ টি আরব দেশ সমর্থন যুগিয়েছে হামাসকে। হামাসকে অস্ত্র দিয়ে সাহায্য করছে বলে অভিযোগ রয়েছে সিরিয়ার বিরুদ্ধে। সেই পরিস্থিতির মাঝে আসে এই ঘটনা।

ভিডিয়োর ভয়াবহতা এখানেই শেষ নয়। দেখা যাচ্ছে, যে ব্যক্তি ওই ছুরি দিয়ে আঘাত করছে, সে পরে হাতে ছুরি নিয়ে ঠান্ডা মাথায় হেঁটে চলে যায়। স্বভাবতই জল্পনা তৈরি হয়েছে যে এই আঘাত পূর্ব পরিকল্পিত। এছাড়াও ভরা রাস্তায় এই ছুরির কোপে যথন রাস্তা রক্তাক্ত হচ্ছিল, তখন সকলে তাকিয়ে সেদিকে দেখেছেন, তবে কেউ এগিয়ে এসে তা থামাতে যাননি। এই ঘটনায় অনেকেই বিস্মিত।

 এদিকে, যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। গাজা উপত্যকায় মাটির তলায় লুকিয়ে আছে হামাস সন্ত্রাসবাদীরা। তাদের খতম করতে গ্রাউন্ড অপারেশন চালাবে ইজরায়েল। গাজা উপত্যকার খালি করে দেওয়ার নির্দেশ জারি করা হল। গাজায় আছড়ে পড়তে উদ্যত ৩০০টি কামান ও রকেট মিসাইল।