North-East Express Accident Video: করমণ্ডলের বিভীষিকা ফেরাল নর্থ-ইস্ট এক্সপ্রেস, দেখুন বিহারের দুর্ঘটনাস্থলের ভিডিয়ো

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর দেখা গিয়েছিল রেললাইন জুড়ে এলোমেলো ভাবে ছড়িয়ে পড়ে আছে কামরা। রঘুনাথপুরের দুর্ঘটনাতেও ফিরে এল সেই একই দৃশ্য। গতরাত সাড়ে ৯টার কিছু পরে বিহারের রঘুনাথপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন অন্তত ১০০ জন যাত্রী। এদিকে মৃতের সংখ্যা বেড়ে হল ৪। এর আগে গতরাতে দুর্ঘটনার পর বক্সার পুলিশ সুপার ১ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। তবে আজ সকালের রিপোর্ট অনুযায়ী, আরও তিনজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। এদিকে জানা গিয়েছে, ট্রেনটির ২১টি কামরা লাইনচ্যু হয়ে যায়। এদিকে ট্রেনের তিনটি এসি কামরার মধ্যে দু’টি ছিটকে পড়ে গিয়েছিল লাইনে। আর আজ সকালে দেখা গিয়েছে, রেললাইন জুড়ে ছড়িয়ে পড়ে পয়েছে ট্রেনের কামরাগুলি। কয়েকটি কামরা পাশের মাঠে পড়ে গিয়েছে। ক্রেন নিয়ে এসে একে একে কামরাগুলি সরানো হবে সেই স্থান থেকে। সকাল সকালও স্থানীয়রা ভিড় করেছেন দুর্ঘটনাস্থলে।

জানা গিয়েছে, ট্রেনটি নির্ধারিত সময়ের থেকে ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে চলছিল। বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে ওই ট্রেনটি লাইনচ্যুত হয় গতরাত ৯টা ৩৫ মিনিট নাগাদ। এদিকে দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ সকল পর্যন্ত রঘুনাথপুরে উদ্ধারকাজ চলছে। লাইনচ্যুত কামরাগুলি এখনও রেললাইনে এলোমেলো ভাবেই পড়ে আছে। সেগুলিকে সরালে এই লাইনে রেল চলাচল স্বাভাবিক হবে। দুর্ঘটনার জেরে বৈদ্যুতিক খুঁটি, সিগন্যাল পোস্ট এবং আপ-ডাউন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতিতে নয়াদিল্লি-হাওড়া মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বহু ট্রেনেরই পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবার কিছু ট্রেন বাতিল করা হয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের শীর্ষ কর্তারা।

এদিকে কী কারণে এই দুর্ঘটনা হল এবং ট্রেনের কামরাগুলি লাইনচ্যুত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে উদ্ধারকাজ এবং পরিষেবা স্বাভাবিক করার উপর জোর দিচ্ছে রেল। যদিও দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়ে যাবে উদ্ধারকাজ চলাকালীনই। আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা জংশনের মধ্যে চলাচল করে ১২৫০৬ নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। যাত্রাপথের একটা অংশ পশ্চিমবঙ্গের উপর দিয়েও যায়। পশ্চিমবঙ্গের নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়ায়। এদিকে দুর্ঘটনার পরই মেডিক্যাল দল নিয়ে বিশেষ ট্রেন রওনা হয়ে গিয়েছিল রঘুনাথপুরের দুর্ঘটনাস্থলে। এদিকে গভীর রাতে ট্রেনের বাকি যাত্রীদের নিরাপদে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেনও গিয়ে পৌঁছায় রঘুনাথপুর স্টেশনে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে বিশেষ ট্রেন এসে যাত্রীদের নিয়ে যাত্রা দিয়েছে গন্তব্যের দিকে।