Darjeeling: আধার – প্যান বানিয়ে ফেলেছিল, ১৩ বছর ভারতে থাকা অবৈধ বাংলাদেশিকে ধরল জনতা

দুই বাংলাদেশিকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। শুক্রবার দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ায় ধামনাগছ গ্রামের বাসিন্দা ইমরান আলি ও মনু মোল্লা নামে ওই ২ বাংলাদেশিকে ধরে পুলিশের হাতে তুলে দেন। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে তাদের একজন ২০১১ সাল থেকে ভারতে বসবাস করছে।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে ধামনাগছ গ্রামে বিজলি বাতি বিক্রি করতে আসেন ২ ফেরিওয়ালা। তাঁদের দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। ২ জনকে নানা কথা জিজ্ঞাসা করতে থাকেন তাঁরা। একাধিক জবাবে অসঙ্গতি রয়েছে বলে বুঝতে পারেন। এর পর খবর দেন থানায়। আটকে রাখেন ২ ফেরিওয়ালাকে। ফাঁসিদেওয়া থানার পুলিশ গিয়ে ২ জনকে আটক করে থানায় নিয়ে যান।

এর পর পুলিশি জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জেরায় এক বাংলাদেশি জানায় ২০১১ সালে ভিসা নিয়ে ভারতে এসেছিল সে। কিন্তু আর দেশে ফেরত যায়নি। অন্যজন জানায়, অবৈধ উপায়ে সীমান্ত টপকে ভারতে অনুপ্রবেশ করেছে সে। তার পর বেশ কয়েক বছর অসমে বসবাস করছিল।গত দু’বছর শিলিগুড়ি গুরুংবস্তি এলাকায় বসবাস শুরু করে দু’জন। বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে ঘুরে বিজলি বাতি বিক্রির কারবার শুরু করে।

ধৃতদের একজনের কাছে ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড পাওয়া গিয়েছে। আজ ধৃত দের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।