Hamas War Crime on Children Viral Video: অপহৃত ইজরায়েলি শিশুদের সঙ্গে ‘খেলছে’ হামাসের জঙ্গি, ভাইরাল অকল্পনীয় ভিডিয়ো

ইজরায়েল থেকে নারী ও শিশুদের অপহরণ করে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার চালাচ্ছে হামাসের জঙ্গিরা। এর বেশ কিছু নিদর্শন ইতিমধ্যেই ইজরায়েলের সরকার পেশ করেছে গোটা বিশ্বের সামনে। এবার ইজরায়েলিদের অভিযোগ ওড়াতে হামাস নিজেই অকল্পনীয় এক ভিডিয়ো পোস্ট করল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ছোট্ট শিশুদের সঙ্গে ‘খেলছে’ জঙ্গিরা। হামাসকে ইতিবাচক ভাবে তুলে ধরতেই এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, জঙ্গিরা পাঁচ বছরের কম বয়সি শিশুদের সঙ্গে ‘খেলছে’। তবে সেই শিশুদের গায়ে আঘাতে চিহ্ন স্পষ্ট। এই আবহে ইজরায়েলের সেনা বাহিনী সেই ভিডিয়ো পোস্ট করে হামাসকে পালটা তোপ দেগেছে। (আরও পড়ুন: কোলের শিশুদের পুড়িয়ে ছাই করেছে হামাস! হাড়হিম করা ছবি প্রকাশ করল ইজরায়েল)

উল্লেখ্য, শিশুদের অপহরণ করা ‘যুদ্ধ অপরাধের’ মধ্যে পড়ে। এতদিন ধরে ইজরায়েল সেই অভিযোগই জানিয়ে আসছিল। এবার নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গিয়ে ইজরায়েলেরই অভিযোগ প্রমাণ করে দিল হামাস। গত ৭ অক্টোবর শুরু হয়েছিল হামালের হামলা। পরে জবাবে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। এই আবহে ধীরে ধীরে সামনে আসছে হামাসের অমানবিক সব কাণ্ড। সাধারণ মানুষকে খুন করা থেকে শুরু করে অপহরণ করার অভিযোগ উঠেছে প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে। এমনকী শিশুদেরও রেহাই দেয়নি হামাস জঙ্গিরা। এই অভিযোগ জানিয়েই সম্প্রতি কয়েকটি ছবি পোস্ট করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই ছবিগুলির একটিতে দেখা গিয়েছে, ছোট্ট শিশুর পুড়ে ছাই হয়ে যাওয়া মৃতদেহ। অপর একটি ছবিতে শিশুর রক্তাক্ত দেহ। মথায় আঘাতের চিহ্ন রয়েছে সেই শিশুটির।

জানা যায়, গত ৭ অক্টোবর গাজা ও দক্ষিণ ইজরায়েলের সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে বহু হামাস জঙ্গি প্রবেশ করে ইজরায়েলে। তার আগে গাজা ভূখণ্ড থেকে ইজরায়েলের দিকে ধেয়ে এসেছিল প্রায় ৫০০০ রটেক। ইজরায়েলে প্রবেশ করে তাণ্ডব শুরু করে হামাসের জঙ্গিরা। বাড়ি ঢুকে ঢুকে মানুষজনকে খুন করে তারা। অনেককে আবার অপহরণ করে গাজায় নিয়ে চলে যায় হামাস জঙ্গিরা। অপহৃতদের অধিকাংশই মহিলা বলে জানা যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, এক তরুণীকে প্রায় উলঙ্গ করে পিকআপ ট্রাকে করে ঘোরাচ্ছে হামাস জঙ্গিরা। সঙ্গে ধর্মীয় স্লোগান দিচ্ছে তারা। এরপরও একাধিক ক্ষেত্রে হামাসের অমানবিক কাণ্ডকারখানার দৃশ্য প্রকাশ্যে এসেছে।