Kolkata Metro: দমদমেই ৪০ হাজার, মহালয়া থেকেই শুরু হয়ে গেল মেট্রোতে রেকর্ড ভিড়

মহালয়া থেকেই শুরু হয়ে গেল মেট্রোর ভিড়। কার্যত তিল ধারণের জায়গা নেই। একেবারে গিজগিজ করছে যাত্রীদের ভিড়। মহালয়ার সন্ধ্যে থেকেই উৎসবমুখর গোটা বাংলা। কলকাতার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। আর ভিড় এড়ানোর জন্য অনেকেই আগাম বিগ বাজেটের পুজো দেখে নিতে চাইছেন। আর তাতেই একেবারে রেকর্ড ভিড়। আর যে পরিসংখ্য়ান সামনে এসেছে তাতে বোঝাই যাচ্ছে পুজোর দিনগুলোতে কী পরিস্থিতি হতে পারে!

শনিবার মহালয়া। রোজ মেট্রোতে প্রায় ৭ লক্ষ যাত্রী যাতায়াত করছেন। আর মহালয়াতে মেট্রোতে একেবারে বিপুল ভিড়। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত ভিড়ের যে ছবি দেখা গিয়েছে তা দেখে মাথায় হাত অনেকেরই। এদিনই বিকাল পর্যন্ত মানে ৫টা পর্যন্ত নর্থ সাউথ করিডরে মানে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো স্টেশনগুলিতে ৪ লাখ মানুষ যাতায়াত করেছেন। দমদমেই ছিলেন ৪০ হাজার মানুষ। তবে শুধু দমদম স্টেশনে নয়, এসপ্ল্যানেড, শোভাবাজার-সুতানুটি, রবীন্দ্র সদন সহ একাধিক মেট্রো স্টেশনে একেবারে স্রোতের মতো লোকজন নামছেন উঠছেন। এমনকী অনেকে আবার পুজোর সাজেও। তার মানে মহালয়া থেকেই পুজো শুরু হয়ে গেল। শুরু হয়ে গেল পুজোর ভিড়।

তবে এদিন শুধু পুজো দেখার ভিড় নয়, অনেকে আবার শেষ মুহূর্তের পুজোর বাজারটাও সেরে ফেলছেন। পরিবার নিয়ে উঠছেন মেট্রোতে। এরপর ভিড় ঠেলে পুজোর বাজারে। কেউ আবার মণ্ডপমুখী। সব মিলিয়ে পুজোর কয়েকদিন মেট্রোতে কী পরিমাণ ভিড় হতে পারে তারই আঁচ মিলল এদিনই।

এদিকে গত মাস থেকেই প্রাক পুজো মেট্রো চলছে। মানে ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এই বিশেষ পরিষেবা চলবে। আগামী শনি ও রবিবারও স্পেশাল মেট্রো চলছে। পুজোর কয়েকদিন রাতভর চলবে বিশেষ মেট্রো। উৎসবমুখর আমজনতার ঠাকুর দেখা বা বাড়ি ফেরার ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেকারণে এই উদ্যোগ। কিন্তু এদিনের ভিড়ই জানিয়ে দিল পুজোর দিনগুলোতে ঠিক কী হতে যাচ্ছে।