Kolkata Police: হৃদয় ভাঙলে জোড়া লাগবে কিন্তু…পুজোর মুখে নয়া বার্তা কলকাতা পুলিশের

পুজোর মুখে অভিনব উপায়ে সচেনতামূলক প্রচার কলকাতা পুলিশের। মূলত বাইক চালকদের সতর্ক করেছে কলকাতা পুলিশ। ক্য়াপশানে লেখা হয়েছে হৃদয় ভাঙলে জোড়া লাগতে পারে কিন্তু মাথার ক্ষেত্রে সেটা সম্ভব না। তাই সব সময় মোটর সাইকেল চালানোর সময় হেলমেট পরুন। ও সুস্থ থাকুন।

পুজো মানেই তো হৃদয় ভাঙা কিংবা হৃদয় জোড়া লাগানোর সময়। এই পুজোর দিনে কত হৃদয় যে বাড়ে আবার কত হৃদয় যে জোড়া লাগে তার ইয়ত্তা নেই। পুজো মানেই তো মন দেওয়া নেওয়ার সময়। আর সেই প্রেম ভাঙা, বলা ভালো হৃদয় ভাঙার ঘটনাকে সামনে আনল কলকাতা পুলিশ। মানে হৃদয় ভাঙলে জোড়া লাগে, কিন্তু মাথা ভাঙলে জোড়া লাগে না। সেকারণে হেলমেট পরার পরামর্শ।

 

কলকাতা পুলিশের ফেসবুক পোস্ট

বাস্তবিকই পুজোর দিনগুলোতে অনেক সময়ই হেলমেট ছাড়াই অনেকেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন। এমনকী বাইক রেসও চলে। সেটা একেবারে প্রাণের ঝুঁকি। এমনকী অনেক ক্ষেত্রেই দেখা যায় পুজো দেখে ফেরার পথে বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েন অনেকেই। সেক্ষেত্রে হেলমেট পরার পরামর্শ কলকাতা পুলিশের। কারণ এক প্রেম ভাঙলেও আবার প্রেম আসতে পারে জীবনে। কিন্তু মাথা ভাঙলে কি আর মাথা ফিরে পাওয়া যাবে?

তবে কলকাতা পুলিশের এই পোস্ট নানা কথা বলেছেন নানা জনে। এক নেটিজেন লিখেছেন, হৃদয় ভাঙলেও জোড়া লাগে না ভাই। অপর একজন লিখেছেন, ভাঙা রাস্তা সব কিছু ভেঙে দিতে পারে। কিন্তু কোনও শাস্তি নেই। অপর একজন লিখেছেন হেলমেট থাকলেও নো হেলমেট কেস খাওয়া বেচারা আমি। অপর একজন লিখেছেন ভাঙা হৃদয়, ভাঙা মাথার কথা ছেড়ে আপাতত পশ্চিমবঙ্গের ভাঙা রাস্তাগুলোর মেরামতি খুব প্রয়োজন।

তবে অনেকেই কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এভাবে মজার ছলে জনসচেতনতাকে ভালো বলছেন অনেকেই। মোটের উপর হেলমেট পরাটা যে কতটা দরকার সেটাই তুলে ধরেছে কলকাতা পুলিশ। আর হেলমেট না থাকলে পরিস্থিতি কী হতে পারে সেটাই জানিয়েছে কলকাতা পুলিশ।