কাল থেকে ঢাবি সাহিত্য উৎসব

প্রথমবারের মতো টিএস‌সি‌তে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ আয়োজন ক‌রছে দুইদিনব্যাপী সাহিত্য উৎসব।
আগামী ১৬ ও ১৭ অক্টোবরের এই আ‌য়োজ‌নে থাক‌ছে সমকালীন সাহিত্যের নানাবিধ দিক নিয়ে আলোচনা, বইমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রথম দিনের অনুষ্ঠানসূচি:

সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান।

সকাল ১১টায় লেখালেখি ও সম্পাদনা বিষয়ক কর্মশালা; প্রশিক্ষক : রাখাল রাহা।

বিকাল ২টায় প্রবন্ধ পাঠ।

দুপুর ৩টায় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ : আজকের পরিপ্রেক্ষিত; আলোচক : অজয় দাশগুপ্ত ও মোস্তফা হোসেন।

বিকাল ৪টায় বাংলাদেশের সাহিত্য-সমাজ ও ভাষার রাজনীতি; আলোচক : ড. মোহাম্মদ আজম ও শিশির ভট্টাচার্য।

বিকাল ৫টায় সাম্প্রতিক বাংলা গোয়েন্দা গল্প ও থ্রিলারের সুলুকসন্ধান; আলোচক : মোশতাক আহমেদ ও অরুণ কুমার বিশ্বাস।

সন্ধ্যা ৬টায় বাংলাদেশের অনুবাদ সাহিত্যে শৃঙ্খল ও নৈরাজ্য; আলোচকবৃন্দ : খালেকুজ্জামান ইলিয়াস, জাভেদ হুসেন, আব্দুস সেলিম।

সন্ধ্যা ৭টায় শিল্পের উদ্যোক্তা, উদ্যোক্তার শিল্প; আলোচকবৃন্দ: ব্রিগেডিয়ার জেনারেল আনওয়ার শফিক, আতাউর রহমান খান আকির, জাহিদুল ইসলাম রনী, ড. জে আলী ও নাজমুল হুদা।