পাসপোর্ট দুর্নীতিতে CBI হানায় গাছে, নালায় মিলল নথি, ধৃত দফতরেরই অফিসের আধিকারিক

পাসপোর্ট দুর্নীতির তদন্তে শনিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ ও সিকিমে ৫০টি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। সেই তল্লাশিতেই উঠে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য। শিলিগুড়িতে জাল পাসপোর্টের বিনিময়ে প্রায় ২ লক্ষ টাকা নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন পাসপোর্ট অফিসেরই এক আধিকারিক। নকশালবাড়িতে উদ্ধার হল প্রচুর নথি।

শনিবার শিলিগুড়ির একটি হোটেলে টাকা লেনদেনের সময় পাসপোর্ট অফিসের এক সুপারিন্টেন্ডেন্টকে হাতে নাতে ধরেন সিবিআই আধিকারিকরা। নকশালবাড়ির পানিঘাটা মোড়ের কাছে বরুণ সিং রাঠোর নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। বাড়ি, বাড়ির পাশের জঞ্জালের স্তুপ এমনকী একটি গাছ থেকেও উদ্ধার হয় নথি। উদ্ধার হয় জাল স্ট্যাম্প।

পাসপোর্ট দুর্নীতিতে ২৪ জনের নামে FIR দায়ের করেছে সিবিআই। এদিন যে ৫০টি ঠিকানায় তল্লাশি চলেছে তার মধ্যে ১৬টি ঠিকানা সরকারি কর্মীদের।

সিবিআইয়ের দাবি, নেপালের নাগরিকদের ভুয়ো নথি বানিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে দিত এই চক্র। উত্তরপূর্ব থেকে শিলিগুড়ি পর্যন্ত ছড়িয়ে রয়েছে চক্রের জাল। চক্রে জড়িয়ে রয়েছেন বহু সরকারি কর্মী। এমনকী পাসপোর্ট অফিসের কর্মীরাও। মোটা টাকার বিনিময়ে বিভিন্ন উপায়ে জাল পাসপোর্ট তৈরি করতেন এই চক্রের সদস্যরা।